শিরোনাম
◈ অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধে বিটিআরসিতে তালিকা পাঠানো হচ্ছে: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ◈ পাবনায় হিটস্ট্রোকে একজনের মৃত্যু ◈ জলাবদ্ধতা নিরসনে ৭ কোটি ডলার ঋণ দেবে এডিবি ◈ ক্ষমতা দখল করে আওয়ামী শাসকগোষ্ঠী আরও হিংস্র হয়ে উঠেছে: মির্জা ফখরুল ◈ বেনজীর আহমেদের চ্যালেঞ্জ: কেউ দুর্নীতি প্রমাণ করতে পারলে তাকে সব সম্পত্তি দিয়ে দেবো (ভিডিও) ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪২ দশমিক ৩ ডিগ্রি, হিট স্ট্রোকে একজনের মৃত্যু ◈ আইনজীবীদের গাউন পরতে হবে না: সুপ্রিমকোর্ট ◈ তীব্র গরমে স্কুল-কলেজ ও মাদরাসা আরও ৭ দিন বন্ধ ঘোষণা ◈ সিরিয়ায় আইএসের হামলায় ২৮ সেনা নিহত ◈ সরকার চোরাবালির ওপর দাঁড়িয়ে, পতন অনিবার্য: রিজভী 

প্রকাশিত : ০৪ মে, ২০২০, ০৯:৪২ সকাল
আপডেট : ০৪ মে, ২০২০, ০৯:৪২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বিরলে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের আঘাতে ১ জনের মৃত্যু

এম, এ কুদ্দুস, বিরল (দিনাজপুর) প্রতিনিধি: [২] দিনাজপুরের বিরলে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের আঘাতে নুরুল ইসলাম (৫৫) নামের এক ব্যাক্তির মৃত্যু হয়েছে।

[৩] সে উপজেলার ভান্ডারা ইউপি’র বালান্দোর জলপাড়া গ্রামের মৃতঃ আকালু মোহাম্মদের পুত্র। এ ঘটনায় এক দম্পত্তিকে আটক করেছে পুলিশ।

[৪] স্থানীয়রা জানায়, গত রোববার রাত ৯ টার দিকে নুরুল ইসলাম স্থানীয় জামে মসজিদে তারাবির নামাজ আদায় করে নিজ বাড়ীতে আসার সময় টিউব ওয়েলের পানি নিস্কাষণকে কেন্দ্র করে পূর্ব বিরোধের জের ধরে আগে থেকে ওৎ পেতে থাকা একই গ্রামের মৃতঃ তফিল উদ্দীনের পুত্র প্রতিপক্ষ তোফাজ্জল হোসেন ঝুলু (৫৫) এবং তার লোকজন নুরুলের উপরে চোড়াও হয়ে বেদম প্রহার করে।

[৫] এসময় নুরুলের চিৎকারে স্থানীয়রা এসে গুরুতর অবস্থায় উদ্ধার করে দিনাজপুর এম, আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে রাত সাড়ে ১১ টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

[৬] এ ঘটনায় পুলিশ রাতেই প্রতিপক্ষ তোফাজ্জল হোসেন ঝুলু ও তার স্ত্রী মঞ্জুয়ারা বেগম (৪২) কে আটক করেছে।

[৭] বিরল থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ নাসিম হাবিব বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনার সাথে জড়িত এক দম্পত্তিকে আটক করা হয়েছে। হত্যার ঘটনায় মৃত নুরুল ইসলামের পুত্র রেজাউল ইসলাম বাদী হয়ে ৬ জনকে আসামী করে আজ সোমবার সকালে থানায় একটি হত্যা মামলা নং দায়ের করেছে। লাশের ময়না তদন্ত শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। সম্পাদনা: ইস্রাফিল হাওলাদার

  • সর্বশেষ
  • জনপ্রিয়