শিরোনাম
◈ ফরিদপুরে বাস-পিকআপ মুখোমুখি সংঘর্ষ, নিহত ১২  ◈ ইরানের হামলার জবাব দেবে ইসরায়েল: সেনাপ্রধান ◈ সৌদিতে কোরবানি ঈদের সম্ভাব্য তারিখ ঘোষণা ◈ শ্রম আইন লঙ্ঘনের সাজাপ্রাপ্ত মামলায় স্থায়ী জামিন চাইবেন ড. ইউনূস ◈ ছুটি শেষে ঢাকায় ফিরছে কর্মজীবী মানুষ ◈ স্বাস্থ্যখাতে নতুন অশনি সংকেত অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স: স্বাস্থ্যমন্ত্রী  ◈ কৃষি খাতে ১০ শতাংশ প্রবৃদ্ধির লক্ষ্যে তিন  বছরে সাড়ে ৩৮ হাজার কোটি টাকা বরাদ্দ ◈ বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি ৬.১ শতাংশ: এডিবি ◈ বাংলাদেশে পালিয়ে এসেছে বিজিপির ১৪ সদস্য ◈ ৬০ লাখ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলার তালিকা প্রকাশ করুন: মির্জা ফখরুলকে ওবায়দুল কাদের

প্রকাশিত : ০৪ মে, ২০২০, ১০:২৯ দুপুর
আপডেট : ০৪ মে, ২০২০, ১০:২৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

প্রিয়জন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ সমীপেষু

নাঈমুল ইসলাম খান : [১] আপনার সূত্রে জানতে পারলাম, মন্ত্রিপরিষদ বিভাগ সকল সরকারি সংবাদপত্রের বকেয়া বিল পরিশোধের নির্দেশনা দিয়েছে।

[২] আরও বলেছেন প্রয়োজনে সরকারের মন্ত্রণালয় ও অধিদপ্তরসমূহকে আপনিও এই ব্যাপারে তাগাদাপত্র পাঠাবেন। উপরোক্ত দুটিই উত্তম সংবাদ।

[৩] মাননীয় মন্ত্রী, এই প্রয়াসকে সর্বতোভাবে সফল করতে আমি কয়েকটি বিষয় উপস্থাপন করতে চাই।
[৪] মাননীয় তথ্যমন্ত্রীর তাগাদাপত্রে সরকারের প্রতিষ্ঠানসমূহকে সুস্পষ্ট করে দিতে হবে, যেন তারা সবচেয়ে পুরাতন বিলগুলোর টাকা পরিশোধ করেন। সাম্প্রতিক অর্থবছরের বা সর্বশেষ প্রকাশিত বিজ্ঞাপনের বিল প্রথমে নয়। বিল পরিশোধ পেছন থেকে শুরু করে সামনে এগোতে হবে।

[৫] সাম্প্রতিক বা সর্বশেষ বিজ্ঞাপনের বিল পরিশোধ করলে অদূর ভবিষ্যতে সংবাদপত্র আরও বড় সংকটে পড়বে। কেননা করোনা উত্তর পরিস্থিতিতে নিয়মিত সাম্প্রতিক বিজ্ঞাপনের বিল প্রাপ্তি তখন অনিশ্চিত হয়ে পড়বে।

[৬] সংবাদপত্রের মূল সমস্যা হচ্ছে অতি পুরাতন বিল। যেগুলো তহবিল সংকটের জন্য এমনকি কয়েক বছর যাবত বকেয়া থেকে যাচ্ছে। তাই তহবিল সংকট দূর করতে হবে।

[৭] আমার ধারণা এই অতি পুরাতন বিজ্ঞাপন বিলের জট কমানোর জন্য, সরকারকে একটা বড় অঙ্কের বিশেষ বরাদ্দ ঘোষণা করতে হবে, না হলে প্রতিষ্ঠানগুলো তাদের কাছে থাকা যৎসামান্য অর্থ থেকে ততোটুকুই পরিশোধের চেষ্টা করবে। সেক্ষেত্রে সংবাদপত্র বেশী টাকা পাবে না, বিশেষ উপকার হবে না ।

[৮] যদি তাদেরকে অতীত তহবিল সংকট সত্বেও, বিশেষ বরাদ্দ দেওয়া না হয় এবং অতি পুরাতন বিল পরিশোধে বাধ্য করা হয় তাহলে অদূর ভবিষ্যতে তাদের চলতি সময়ে বিজ্ঞাপন প্রদানে ঘাটতি হবে এবং এর ফলে তারা কিছু টাকা পরিশোধের পর আবারও নতুন করে বিল পরিশোধে অপারগ হয়ে পড়বে, এমনকি নতুন করে বিজ্ঞাপন দেওয়ার ক্ষেত্রেও তারা সংখ্যা বা পরিমাপ কমিয়ে অতি কৃচ্ছ্রতা পালনে বাধ্য হয়ে পড়বে। এসবে সংবাদপত্রের সমূহ ক্ষতি।

[৯] সংবাদপত্রের বকেয়া বিল পরিশোধ করতে একটা বড় অঙ্কের বিশেষ বরাদ্দ ছাড়া কোনো সুষ্ঠু সমাধান আসবে না। তথ্যমন্ত্রী নিশ্চয়ই মাননীয় প্রধানমন্ত্রীকে এই বরাদ্দের প্রয়োজন বুঝাতে পারবেন। এক্ষেত্রে জরুরী ভিত্তিতে পাঁচশত কোটি টাকা বিশেষ বরাদ্দ প্রয়োজন হবে বলে আমরা মনে করি।

অনুলিখন : আব্দুল্লাহ মামুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়