শিরোনাম
◈ আবদুল্লাহ জাহাজে খাবার থাকলেও সংকট বিশুদ্ধ পানির ◈ কিছুটা কমেছে পেঁয়াজ ও সবজির দাম, বেড়েছে আলুর ◈ দেশের ৯২ শতাংশ মানুষ দ্বিতীয় কোনো ভাষা জানেন না, সময় এসেছে তৃতীয় ভাষার ◈ ভুটানের রাজার সঙ্গে থিম্পু পৌঁছেছেন তথ্য প্রতিমন্ত্রী ◈ চট্টগ্রামের জুতার কারখানার আগুন নিয়ন্ত্রণে ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র

প্রকাশিত : ০৪ মে, ২০২০, ০৭:৫০ সকাল
আপডেট : ০৪ মে, ২০২০, ০৭:৫০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাটে কর্মরত আরোও ১০ জনের নমুনা সংগ্রহ

কামাল হোসেন, রাজবাড়ী প্রতিনিধি: [২] রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্পোরেশন (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া ঘাট শাখায় কর্মরত ৫ কর্মীর শরীরে করোনা পজিটিভ শনাক্ত হয়েছে।
[৩] সোমবার সংস্থাটিতে কর্মরত কর্মী, আনসার সদস্য ও রাঁধুনিসহ আরও ১০ কর্মীর শরীর থেকে নমুনা সংগ্রহ করেছে স্বাস্থ্য বিভাগ। এ নিয়ে গোয়ালন্দ উপজেলায় মোট টেষ্ট করা হয়েছে ৯৩টি, রিপোর্ট এসেছে ৮৩ টি, নেগেটিভ ৭৮ টি , পজেটিভ ৫টি।

[৪] গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আসিফ মাহমুদ জানান, সোমবার বিআইডব্লিউটিসি’র কর্মকর্তা, দায়িত্বরত আনসার সদস্য ও মেসের রাঁধুনিসহ আরও ১০ কর্মীর শরীর থেকে করোনার নমুনা সংগ্রহ করা হয়েছে। নমুনা সংগ্রহের পর রাজবাড়ী জেলা সিভিল সার্জন কার্যালয়ে পাঠিয়ে দেওয়া হয়েছে। আগামী৩/৪ দিনের মধ্যে নমুনার প্রতিবেদন হাতে চলে আসবে। অবশিষ্ট কর্মীদের শরীর থেকেও নমুনা সংগ্রহ করা হবে বলে তিনি জানান।

[৫] উল্লেখ্য, গত ২৩ এপ্রিল ৪ জন, ২৭ এপ্রিল ২০ জন কর্মীর শরীর থেকে করোনার নমুনা সংগ্রহ করে আইইডিসিআরে পাঠানো হয়। প্রাপ্ত ফলাফলে বিআইডব্লিউটিসির ৫ কর্মীর শরীরে করোনা পজিটিভ আসে। তারই ধারাবাহিকতায় ৩ মে আরও ১০ জনের শরীর থেকে করোনার নমুনা সংগ্রহ করে আইইডিসিআরে পাঠানো হয়েছে। করোনা ভাইরাস আক্রান্ত হওয়া দুই কর্মী আগেই তাদের নিজ এলাকায় চলে গেছেন। অন্য তিনজনকে রাজবাড়ী সদর হাসপাতালের কোভিড-১৯ পজিটিভ ওয়ার্ডে রাখা হয়েছে। সম্পাদনা: ইস্রাফিল হাওলাদার

  • সর্বশেষ
  • জনপ্রিয়