শিরোনাম
◈ জলাবদ্ধতা নিরসনে ৭ কোটি ডলার ঋণ দেবে এডিবি ◈ ক্ষমতা দখল করে আওয়ামী শাসকগোষ্ঠী আরও হিংস্র হয়ে উঠেছে: মির্জা ফখরুল ◈ বেনজীর আহমেদের চ্যালেঞ্জ: কেউ দুর্নীতি প্রমাণ করতে পারলে তাকে সব সম্পত্তি দিয়ে দেবো ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪২ দশমিক ৩ ডিগ্রি, হিট স্ট্রোকে একজনের মৃত্যু ◈ আইনজীবীদের গাউন পরতে হবে না: সুপ্রিমকোর্ট ◈ তীব্র গরমে স্কুল-কলেজ ও মাদরাসা আরও ৭ দিন বন্ধ ঘোষণা ◈ সিরিয়ায় আইএসের হামলায় ২৮ সেনা নিহত ◈ সরকার চোরাবালির ওপর দাঁড়িয়ে, পতন অনিবার্য: রিজভী  ◈ সরকারের বিরুদ্ধে অবিরাম নালিশের রাজনীতি করছে বিএনপি: ওবায়দুল কাদের ◈ বুশরা বিবিকে ‘টয়লেট ক্লিনার’ মেশানো খাবার খাওয়ানোর অভিযোগ ইমরানের

প্রকাশিত : ০৪ মে, ২০২০, ০৭:১৭ সকাল
আপডেট : ০৪ মে, ২০২০, ০৭:১৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইন্দোনেশিয়ার, তিউনিশিয়া ও ভারতে ঘরে থাকতে উৎসাহ দিতে অভিনব পদ্ধতি

মহসীন কবির : [২] করোনা সংক্রমণ রোধে সবচেয়ে গুরুত্বপূর্ণ শারীরিক দূরত্ব বজায় রাখা। কিন্তু অনেকেই মানছেন না এই নির্দেশনা, চলে যাচ্ছেন ঘরের বাইরে। তাই ঘরে থাকতে উৎসাহ দিতে অভিনব নানা উপায় বেছে নিচ্ছে কর্তৃপক্ষ। আনন্দবাজর ও ডিবিসি টিভি

[৩] যানবাহন হেলমেটটাকে করোনাভাইরাসের আদলে বানিয়েছেন কেউ। আবার যমদূত বা ভূত সেজে ভয় দেখিয়েও লকডাউন অমান্যকারীদের ঘরে রাখার চেষ্টা করছেন অনেকে। ভারতের উত্তর প্রদেশের আলিগড়ের অলি গলিতে ঘুরে বেড়াচ্ছে মৃত্যুর দেবতা। আসলে লকডাউন অমান্যকারীদের ভয় দেখিয়ে তাড়াতে যমদূতের বেশ ধরেছে পুলিশ। পাড়ায় পাড়ায় মাইকিং করছেন, ঘর থেকে বের হলে মৃত্যুর দেবতার হাত থেকে রেহাই নেই। করোনার বিরুদ্ধে এভাবেই সবাইকে সতর্ক করছেন তারা।

[৪]  শুধু স্পর্শ নয়, করোনা আক্রান্তের ব্যবহার করা পানির বোতল যেখানে সেখানে ফেললেও ছড়াতে পারে করোনাভাইরাস। পুরনো পানির বোতল দিয়ে একটি অটোরিকশাকে করোনাভাইরাসের মত রূপ দিয়েছেন চেন্নাইয়ের এক শিল্পী। সড়কগুলোতে মাইকিং করে সবাইকে মনে করিয়ে দিচ্ছেন ঘরে থাকলেই, সুস্থ থাকবেন।

[৫] করোনাভাইরাসের আদলে হেলমেট পরে পাড়ায় পাড়ায় গিয়ে মানুষকে ঘরে থাকতে বলছেন দিল্লি এবং গুজরাটের পুলিশ। রাস্তায় অকারণে কাউকে ঘোরাফেরা করতে দেখলেই তাড়া করছেন, দেখাচ্ছেন ভয়।

[৬] ইন্দোনেশিয়ার জাভা দ্বীপের একটি গ্রামে রাত হলে রাস্তায় নেমে আসছে ভূতেরা। লকডাউন অমান্যকারী গ্রামবাসীদের ঘরে রাখতে এই অশরীরির অবয়ব ধারণ করেছে স্থানীয় কয়েকজন তরুণ। মরদেহের মত গায়ে সাদা কাপড় জড়িয়ে, মুখে সাদা পাউডার দিয়ে বাইরে কাউকে ঘোরাফেরা করতে দেখলেই ভয় দেখাচ্ছেন তারা। আর এভাবে গ্রামবাসীকে ঘরমুখী করতে সফলও হয়েছেন।

[৭] শারীরিক দূরত্ব বজায় না রেখে যেখানে সেখানে জমায়েত দেখলেই লাল কার্ড দেখাচ্ছেন তিউনিশিয়ার এক হ্যান্ডবল রেফারি। প্রতীকি এই উপায়ে করোনার বিরুদ্ধে মানুষকে সচেতন করার উদ্যোগ নিয়েছেন তিনি।

[৮] শুধু নির্দেশনায় যখন কাজ হচ্ছে না, তখন অবাধ্য নাগরিকদের ঘরে ফেরাতে এমন সব অভিনব পদক্ষেপই নেয়া হচ্ছে বিশ্বজুড়ে। তাও যদি তারা ঘরে থাকেন!

  • সর্বশেষ
  • জনপ্রিয়