শিরোনাম
◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ প্রাথমিকের তৃতীয় ধাপের পরীক্ষা শুরু, মানতে হবে কিছু নির্দেশনা ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ বিশ্ববাজারে সোনার সর্বোচ্চ দামের নতুন রেকর্ড ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ চেক প্রতারণার মামলায় ইভ্যালির রাসেল-শামিমার বিচার শুরু ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ প্রফেসর ইউনূসকে প্রদত্ত "ট্রি অব পিস" প্রধানমন্ত্রীকে প্রদত্ত একই ভাস্করের একই ভাস্কর্য: ইউনূস সেন্টার ◈ নির্বাচনী বন্ড কেবল ভারত নয়, বিশ্বের সবচেয়ে বড় কেলেঙ্কারি: অর্থমন্ত্রীর স্বামী ◈ কুড়িগ্রামে অর্থনৈতিক অঞ্চলের স্থান পরিদর্শন করে দেশে ফিরলেন ভুটানের রাজা

প্রকাশিত : ০৪ মে, ২০২০, ০৭:১৫ সকাল
আপডেট : ০৪ মে, ২০২০, ০৭:১৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মালদ্বীপে বাংলাদেশিদের মানবেতর জীবন যাপন

রাজু আলাউদ্দিন : [২] মালদ্বীপে করোনায় আক্রান্ত অধিকাংশই বাংলাদেশি। করোনাভাইরাসের জেরে কর্মহীন হয়ে মানবেতর জীবন যাপন করছেন দেশটিতে অবস্থানরত কয়েক হাজার বাংলাদেশি। লকডাউনের পর থেকে বাসস্থানের পাশাপাশি তীব্র খাদ্য সংকটে পড়েছেন তারা। এ অবস্থায় তাদের দেশে ফেরানোর ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আহ্বান জানিয়েছেন তারা।

[৩] দ্বীপরাষ্ট্র মালদ্বীপের অর্থনীতি মূলত পর্যটন শিল্পের ওপর নির্ভরশীল। রিসোর্টসহ বিভিন্ন প্রতিষ্ঠানে কাজ করছেন হাজার হাজার প্রবাসী বাংলাদেশিও। তবে করোনাভাইরাসের কারণে দেশটির পর্যটন খাত মুখ থুবড়ে পড়েছে। রিসোর্টের কর্মীদের জোর করে বেতনবিহীন বাধ্যতামূলক ছুটি দেয়া হয়েছে। প্রবাসীদের একজন বলেন, প্রবাসীরা এখন খাদ্য সংকটে আছেন। অনেকেই মেচ ভাড়া দিতে পারছেন না।

[৪] আরেক প্রবাসী বাংলাদেশি বলেন, আমাদের মধ্যে যাদের কাজ নেই তাদের বাংলাদেশে ফিরিয়ে নিয়ে যাওয়া হোক। আমরা যাতে আবার মালদ্বীপে ফেরত আসতে পারি সেটাও নিশ্চিত করা হোক। মালেতে অবস্থানরত প্রবাসী নির্মাণ শ্রমিকরাও কর্মহীন হয়ে অনিশ্চতায় দিন কাটাচ্ছেন। উপার্জন না থাকায় বাসা ভাড়া দিতে পারছেন না প্রবাসীরা। চরম খাদ্য সংকটে মানবেতর দিন পার করছেন তারা।

[৫] দেশটিতে এখন পর্যন্ত ৫ শতাধিক মানুষ কোভিড নাইন্টিনে আক্রান্ত হয়েছেন। যার অধিকাংশই বাংলাদেশি। অনিশ্চিত ভবিষ্যতের পাশাপাশি তারা চরম স্বাস্থ্য ঝুঁকির মধ্যে রয়েছেন। বিশেষ ব্যবস্থায় তাদের বাংলাদেশে ফেরানোর আহ্বান জানিয়েছেন প্রবাসীরা। সময় টিভি

  • সর্বশেষ
  • জনপ্রিয়