শিরোনাম
◈ কেউ যেন নিরাপত্তাহীনতায় না থাকি, আইনের শাসনে জীবনযাপন করি: ড. ইউনূস ◈ মা, স্ত্রী ও দুই ছেলে নিয়ে ঢাকা ফিরছিলেন রফিক, পথে প্রাণ গেল সবার ◈ স্থায়ী জামিন না পাওয়ায় ক্ষুব্ধ হয়েছি: ড. ইউনূসের আইনজীবী ◈ উপজেলার ভোটে এমপি-মন্ত্রীদের হস্তক্ষেপ না করতে প্রধানমন্ত্রীর নির্দেশ : ওবায়দুল কাদের  ◈ শ্রম আইন লঙ্ঘন: ড. ইউনূসসহ ৪ জনের জামিন ২৩ মে পর্যন্ত বৃদ্ধি ◈ ময়মনসিংহে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ২৬ ◈ ফরিদপুরে বাস-পিকআপের মুখোমুখি সংঘর্ষ, নিহত বেড়ে ১৩  ◈ ইরানের হামলার জবাব দেবে ইসরায়েল: সেনাপ্রধান ◈ সৌদিতে কোরবানি ঈদের সম্ভাব্য তারিখ ঘোষণা ◈ কৃষি খাতে ১০ শতাংশ প্রবৃদ্ধির লক্ষ্যে তিন  বছরে সাড়ে ৩৮ হাজার কোটি টাকা বরাদ্দ

প্রকাশিত : ০৪ মে, ২০২০, ০৬:৫০ সকাল
আপডেট : ০৪ মে, ২০২০, ০৬:৫০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ইউরোপের হটস্পটগুলোয় করোনায় আক্রান্ত ও মৃত্যু কমেছে, লকডাউন শিথিলের পথে

শাহনাজ বেগম : [২] ফ্রান্স, ইতালি ও স্পেনে গত কয়েক সপ্তাহের মধ্যে করোনায় সবচেয়ে কম মৃত্যুহার রেকর্ড করায় এসব দেশগুলোর নাগরিকদের চলাচলে কড়াকড়িও কমানো হচ্ছে। গত মাসের মাঝামাঝি সময় থেকে শুরু করে ইউরোপের এই দেশগুলোয় যে হারে মৃত্যু হার বেড়েছিলো রোববার সর্বনিম্ন দৈনিক মৃত্যুর সংখ্যা নিবন্ধন করেছে। বিবিসি

[৩] ফ্রান্সে ১৩৫ জন মারা গেছেন, মার্চের মাঝামাঝি থেকে স্পেনের ১৬৪ জনের মৃত্যুও রেকর্ড সর্বনিম্ন এবং ইতালির ১৭৪ ছিল দুই মাসের মধ্যে সর্বনিম্ন।

[৪] ফরাসী চিকিৎসক দাবি করেছেন, যেসব রোগীর কাছ থেকে নমুনা নিয়ে নতুন করে করোনা পরীক্ষা করা হয়েছে যারা গত বছর দেশে প্রথম আক্রান্ত হয়েছিলেন। যা সরকারীভাবে রেকর্ড হওয়ার কয়েক সপ্তাহ আগের।

[৫] স্পেনে বয়স্করা সাত সপ্তাহ পর গত শনিবার শরীরচর্চা করতে বাড়ির বাইরে বের হন। ১৪ বছরের কম বয়সী শিশুদের জন্যও সপ্তাহখানেক আগে লকডাউনের শর্ত শিথিল করা হয়েছে।

[৬] ইতালিতেও মৃত্যুহার কমতে থাকায় দুই মাস আগে চালু হওয়া লকডাউন সোমবার থেকে শিথিল করা হচ্ছে। আক্রান্ত ও আইসিইউতে থাকা রোগীর সংখ্যাও কমতে শুরু করেছে। স্কাই নিউজ

[৭] করোনার আঘাতে পর্যুদস্ত ইউরোপের আরেক দেশ যুক্তরাজ্য। করোনায় মোট মৃত্যুর দিক দিয়ে যুক্তরাষ্ট্র ও ইতালির পরই যুক্তরাজ্য। রোববার সেখানে ৩১৫ জনের মৃত্যুর রেকর্ড করা হয়েছে। যদিও করোনায় আক্রান্তদের মৃত্যু ও হাসপাতালে ভর্তির হার উভয়ই কমছে যুক্তরাজ্যে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়