শিরোনাম
◈ ভুটানের রাজার সঙ্গে থিম্পু পৌঁছেছেন তথ্য প্রতিমন্ত্রী ◈ চট্টগ্রামের জুতার কারখানার আগুন নিয়ন্ত্রণে ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত : ০৪ মে, ২০২০, ০৫:২৬ সকাল
আপডেট : ০৪ মে, ২০২০, ০৫:২৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] করোনার উপসর্গহীনরাই সংক্রমণের ঝুঁকি বাড়াচ্ছে, সচেতনতাই পারে সবাইকে বাঁচাতে

লাইজুল ইসলাম : [২] নভেল করোনাভাইরাসের (কভিড-১৯) উপসর্গহীন রোগীদের মাঝে নীরবেই ভাইরাসটি সংক্রমণের ঝুঁকি বাড়াচ্ছে। এ পর্যন্ত আক্রান্ত হওয়া রোগীদের অনেকেরই উপসর্গ ছিলো না। তাই এই নীরব বাহকদের কাছ থেকে সংক্রমিত হওয়া থেকে রক্ষা পেতে সামাজিক দূরত্ব নিশ্চিত করার পাশাপাশি মাস্ক ব্যবহারের পরামর্শও দিয়েছেন বিশেষজ্ঞরা।

[৩] বিশেষজ্ঞরা বলেন, কোভিড-১৯ শ্বাসতন্ত্রের রোগ। এর সাধারণ উপসর্গ হচ্ছে জ্বর, কাশি, গলা ব্যথা ও শ্বাসকষ্ট। রোগ গুরুতর হলে দেখা দেয় নিউমোনিয়া। পাশাপাশি শুরু হয় তীব্র শ্বাসকষ্টও। কিন্তু জ্বর, কাশি বা অন্য উপসর্গ নেই এমন মানুষেরাও শনাক্ত হচ্ছেন সংক্রমিত হিসেবে।

[৪] বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, বিশ্বের কোনো দেশে ৬৪ শতাংশ ও কোনো দেশে ৩০ শতাংশ উপসর্গহীন কোভিড রোগী শনাক্ত হচ্ছে। পাশের দেশ ভারতে আক্রান্ত রোগীদের ৮০ ভাগই উপসর্গহীন।

[৫] আইইডিসিআরের পরিসংখ্যান বলছে, দেশে শনিবার পর্যন্ত আক্রান্তের সংখ্যা ছিল ৮ হাজার ৭৯০ জন। সবশেষ ১০ হাজার ১৭৬ জনের নমুনা পরীক্ষায় দেখা গেছে তাদের মধ্যে ৩০ শতাংশের উপসর্গ ছিলো না। তবে এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে ৭৬ হাজার ৬৬ জনের।

[৬] সোহরাওয়ার্দী হাসপাতালের পরিচালক উত্তম কুমাড় বড়ুয়া বলেন, যাদের কোনো ধরনের উপসর্গ নেই এমন রোগি বাছাই করা খুবই কঠিন। তাই সামাজিক দূরত্ব বজায় রাখাটা জরুরি।

[৭] বিএমএর মহাসচিব ডা. এহেতেসাম চৌধুরী বলেন, এখন যে পরিস্থিতি এসেছে তাতে আমাদের সবারই সাবধানে থাকতে হবে। উপসর্গ নেই এমন রোগি থেকেই বেশি আক্রান্ত হচ্ছে চিকিৎসকরা। সামাজিক দূরত্ব ছাড়া আর কোনো পথ নেই।

  • সর্বশেষ
  • জনপ্রিয়