শিরোনাম
◈ সাতক্ষীরায় এমপি দোলনের গাড়িতে হামলা ◈ চুয়াডাঙ্গার পরিস্থিতি এখন মরুভূমির মতো, তাপমাত্রা ৪১ দশমিক  ৫ ডিগ্রি ◈ ফরিদপুরে পঞ্চপল্লীতে গণপিটুনিতে ২ ভাই নিহতের ঘটনায় গ্রেপ্তার ১ ◈ মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশি: পররাষ্ট্রমন্ত্রী ◈ ভারতে লোকসভা নির্বাচনের প্রথম দফায় ভোট পড়েছে ৫৯.৭ শতাংশ  ◈ ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী: ওয়াশিংটনে অর্থমন্ত্রী ◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী

প্রকাশিত : ০৪ মে, ২০২০, ০৪:২০ সকাল
আপডেট : ০৪ মে, ২০২০, ০৪:২০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ইনস্টাগ্রাম লাইভ আড্ডায় তামিমের প্রশ্নের উত্তরে রিয়াদ, ফুচকার বিল না দিয়ে আমি দৌড়ে পালাইনি

নিজস্ব প্রতিবেদক : [২] জীবনে সবচেয়ে জোড়ে কবে দৌড়েছিলেন? এত জোড়ে দৌড়েছেন যে উসাইন বোল্টও প্রবলেমে পড়তে পারতো।

[৩] রোববার ইনস্টাগ্রাম লাইভ আড্ডায় মজার ছলে এভাবেই মাহমুদউল্লাহ রিয়াদের কাছে প্রশ্ন রাখেন তামিম ইকবাল।
মাহমুদউল্লাহ ভাবতে থাকেন। তামিম ইকবাল তার নিজস্ব সূত্র থেকে পাওয়া একটা মজার ঘটনা প্রকাশ করে দেন।

[৪] মাহমুদউল্লাহকে মনে করিয়ে দেন, ‘২০০৩ বা ২০০৪ সাল। আপনি মনে হয় বাণিজ্য মেলায় গিয়েছিলেন। আপনি আর আপনার বন্ধুৃ। তখন জাতীয় দলে খেলেন না। এটার আমার সোর্সের মাধ্যমে বলছি।

[৫] আপনারা মেলায় গিয়েছেন। মেলায় গিয়ে ফুচকা অর্ডার করেছেন। ফুচকার দাম ছিল সাড়ে ৫শ টাকা। আপনাদের কাছে সেই টাকা ছিল না। আপনারা দুইজন লাইফে সবচেয়ে জোড়ে দৌড় দিয়ে পালিয়ে বেড়িয়ে গিয়েছিলেন।

[৬] তামিমের মুখে এই ঘটনা শোনে মাহমুদউল্লাহ হাসতে থাকেন, ‘না এ রকম কোনো কিছু হয়নি। জীবনে একবারই আমি বাণিজ্য মেলায় গিয়েছি। সেটা পরিবারের সাথে। এর আগে আমি যাইনি।

[৭] তামিম তার কাছে থাকা তথ্য থেকে আরেকটা ঘটনা উল্লেখ্য করেন, আরেকবার একটা ছোট্ট বাচ্চা ইংল্যান্ডে আপনার মাথার ক্যাপ চুরি করে পালিয়েছিল। আপনি খুব জোড়ে দৌড়েছিলেন।’ মাহমুদউল্লাহ এবারও বলেন, না এরকম কিছু না।

[৮] মেলার ঘটনা কার কাছ থেকে শুনেছেন তামিম সেটিও বলে দেন। তিনি ক্রিকেটার নাদিফ চৌধুরী। মাহমুদউল্লাহ বলেন, ‘মেলার ঘটনা তো কিছুতেই ঘটেনি। কারণ একবারই আমি বাণিজ্য মেলায় গেছি তাও পরিবারের সাথে। পরিবারের সাথে গেলে তো এটা হওয়ার সম্ভাবনা খুবই কম। হয়তো বা গিয়েছিলাম, তবে এটা করিনি। তামিম হেসে বলেন, তাহলে আমার সোর্স ভুল।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়