শিরোনাম
◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি

প্রকাশিত : ০৪ মে, ২০২০, ১০:২৯ দুপুর
আপডেট : ০৪ মে, ২০২০, ১০:২৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সিরাজগঞ্জে পৌর নির্বাচনের জেরে দু’গ্রপের সংঘর্ষ এক ব্যাক্তি নিহত

সোহাগ হাসান জয়,সিরাজগঞ্জ : [২] সিরাজগঞ্জের শাহজাদপুরে পৌর কাউন্সিলর নির্বাচন নিয়ে লকডাউন ভেঙ্গে দু’গ্রুপের মধ্যে সংঘর্ষে আজগর আলী প্রামানিক (৬০) এক ব্যাক্তি নিহত হয়েছেন। তিনি পৌর এলাকার পারকোলা গ্রামের বাসিন্দা। এতে উভয়গ্রুপের কমপক্ষে ৭ জন আহত হয়েছে। আহতদের মধ্যে ৪ জনকে শাহজাদপুর ও সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল ভর্তি করা হয়েছে। এ ঘটনায় পুলিশ ৫ জনকে আটক করা হয়েছে। শাহজাদপুর থানার ওসি আতাউর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

[৩] তিনি এ প্রতিবেদককে জানান, সম্প্রতি শাহজাদপুর পৌরসভা নির্বাচনে জয় পরাজয় নিয়ে পৌর কাউন্সিলর বেলাল হোসেন ও সাবেক কাউন্সিলর মোস্তাফিজুর রহমান পীযুষ গ্রুপের মধ্যে দ্বন্ধ চলে আসছে। এরই জের ধরে মাঝে মধ্যে ওই ২ গ্রুপের মধ্যে দ্বন্ধের সৃষ্টি হয়। এরই জেরে শুক্রবার সকালে বেলাল গ্রুপের লোকজন পীযুষ গ্রুপের লোকজনের উপরে হামলা চালালে সংঘর্ষ বেধে যায়। এতে উভয়পক্ষের কমপক্ষে ২৯ জন আহত হয়। এ হামলার প্রতিশোধ নিতে রোববার ভোর রাতে পীযুষ গংরা এলাকায় মাইকিং করে লোক জমায়েত করে এবং কাউন্সিলর বেলাল গংদের উপরে হামলা চালায়। এসময় উভয় গ্রুপের মধ্যে সংঘর্ষ বেধে যায়। এ সংঘর্ষ চলাকালে ধারালো অস্ত্রের আঘাতে বেলাল গ্রুপের আজগর আলী প্রামানিকঘটনাস্থলেই নিহত হন। তার লাশ উদ্ধার করে দুপুরে ওই হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে এবং ৫ জনকে আটক করা হয়। সংঘর্ষ এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়