শিরোনাম
◈ সাতক্ষীরায় এমপি দোলনের গাড়িতে হামলা ◈ চুয়াডাঙ্গার পরিস্থিতি এখন মরুভূমির মতো, তাপমাত্রা ৪১ দশমিক  ৫ ডিগ্রি ◈ ফরিদপুরে পঞ্চপল্লীতে গণপিটুনিতে ২ ভাই নিহতের ঘটনায় গ্রেপ্তার ১ ◈ মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশি: পররাষ্ট্রমন্ত্রী ◈ ভারতে লোকসভা নির্বাচনের প্রথম দফায় ভোট পড়েছে ৫৯.৭ শতাংশ  ◈ ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী: ওয়াশিংটনে অর্থমন্ত্রী ◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী

প্রকাশিত : ০৪ মে, ২০২০, ০৭:৪৯ সকাল
আপডেট : ০৪ মে, ২০২০, ০৭:৪৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সৌদি আরবে ৪ হাজার বাংলাদেশিকে দূতাবাসের খাদ্য সহায়তা

ডেস্ক রিপোর্ট : [২] বাংলাদেশ সরকারের সহায়তার অংশ হিসেবে সৌদি আরবে বসবাসরত প্রায় চার হাজার অভিবাসী বাংলাদেশিদের মধ্যে খাদ্য সহায়তা বিতরণ করেছে দূতাবাস ও কনস্যুলেট।

[৩]গত ১৩ এপ্রিল থেকে রবিবার পর্যন্ত দূতাবাসের পক্ষ থেকে প্রায় দুই হাজার অভিবাসী বাংলাদেশিদের মধ্যে সহায়তা হিসেবে ফুড বাস্কেট বিতরণ করা হয়েছে।

[৪]অন্যদিকে, জেদ্দা কনস্যুলেটের আওতায়ও দুই হাজার বাংলাদেশিকে অভিবাসীকে খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে।

[৫]করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে সৌদি আরবে গত ২৩ মার্চ থেকে কারফিউ চলমান থাকায় অভিবাসী বাংলাদেশিদের অনেকেই আর্থিক সংকটে পড়েছেন। এসব অভিবাসীদের জন্য দূতাবাস ও কনস্যুলেটের অধীনে এ সহায়তা কার্যক্রম চলমান রয়েছে।

[৬]প্রথমদিকে দূতাবাস ও কনস্যুলেটের পক্ষ থেকে চাল, ডাল, আলু, পেঁয়াজ, তেল, লবন ও সাবানসহ ১৫০০ ‘ফূড বাস্কেট’ বিতরণ করা হয়। চলমান কারফিউ ও চলাচলের ওপর নিষেধাজ্ঞা থাকায় বর্তমানে বিপদগ্রস্ত প্রবাসীদের কাছে সুপার শপের কূপন মোবাইলে বিতরণ করা হচ্ছে। যা দিয়ে প্রবাসীরা সহজেই নিকটস্থ আউটলেট হতে প্রয়োজনীয় সামগ্রী কিনতে পারবেন।

[৭]এর আগে দূতাবাস এক বিজ্ঞপ্তিতে খাদ্যাভাবে পড়া এবং বেতন না পাওয়া প্রবাসী বাংলাদেশি দূতাবাসের ইমেইলে অথবা হোয়াটস অ্যাপে তথ্য প্রদানের অনুরোধ জানানো হয়। পরে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আর্থিক সংকটে পড়া আবেদনকারীদের একটি তালিকা তৈরি করা হয়। খাদ্য সহায়তা বিতরণ কার্যক্রম বিষয়ে রাষ্ট্রদূত জানান, যারা সহায়তার জন্য দূতাবাসে আবেদন করেছেন তাদেরকে পর্যায়ক্রমে সহায়তা পৌঁছে দেয়া হবে।

[৮]প্রধানমন্ত্রীর নির্দেশে বর্তমান পরিস্থিতিতে অভিবাসী বাংলাদেশিদের জন্য খাদ্য বিতরণ কার্যক্রম চলমান রাখা হয়েছে জানিয়ে রাষ্ট্রদূত বলেন, ‘আমরা চেষ্টা করছি বরাদ্দ অনুযায়ী যত বেশি সংখ্যক প্রবাসীকে খাদ্য সহায়তা পৌঁছে দেয়া যায়।’

[৯]এছাড়া এ পরিস্থিতিতে বাংলাদেশি অভিবাসীরা যেন চাকুরিচ্যুত না হন এ বিষয়ে সৌদি আরবের বিভিন্ন কোম্পানির সাথে যোগাযোগ অব্যাহত রয়েছে বলে জানান তিনি।

সূত্র-ইউএনবি

  • সর্বশেষ
  • জনপ্রিয়