শিরোনাম
◈ ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে ◈ ইরানে ইসরায়েলের হামলার খবরে বিশ্বজুড়ে উত্তেজনা, তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক ◈ বিমানবন্দরের থার্ড টার্মিনালের বাউন্ডারি ভেঙে বাস ঢু‌কে প্রকৌশলী নিহত ◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন ◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও) ◈ ভেটোর তীব্র নিন্দা,মার্কিন নীতি আন্তর্জাতিক আইনের নির্লজ্জ লংঘন : ফিলিস্তিন ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত : ০৪ মে, ২০২০, ০৬:৪৬ সকাল
আপডেট : ০৪ মে, ২০২০, ০৬:৪৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বিএনপির মেয়র বলে ত্রাণ বরাদ্দ না দেওয়ার অভিযোগ

বিডিনিউজ : [২] চট্টগ্রামের বোয়ালখালী পৌরসভার মেয়র আবুল কালাম আবু অভিযোগ করেছেন, তিনি বিএনপির বলে তাকে বাদ দিয়ে কাউন্সিলরদের মাধ্যমে সরকারি ত্রাণ বিতরণ করা হচ্ছে। ত্রাণ ব্যবস্থাপনায় ‘শৃঙ্খলা’ আনতে ও ‘বিতরণের’ অনিয়ম তদন্ত করতে জেলা প্রশাসকের কাছে লিখিত আবেদন করেছেন তিনি।

[৩] এদিকে উপজেলা ত্রাণ ব্যবস্থাপনা বিষয়ক কমিটির সিদ্ধান্তে পৌরসভায় ওয়ার্ডভিত্তিক ত্রাণ বরাদ্দ দেয়ার বিষয়টি স্বীকার করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)।

[৪] আবুল কালাম আবু বোয়ালখালী উপজেলা বিএনপির সহ-সভাপতি। গত ছয় বছর ধরে তিনি পৌরসভার মেয়র পদে রয়েছেন। এর আগে প্রায় ১২ বছর তিনি উপজেলার পশ্চিম গোমদণ্ডী ইউনিয়নের চেয়ারম্যান ছিলেন।

আবু বলেন, “উপজেলায় অষ্টম কিস্তিতে সরকারি ত্রাণ বরাদ্দ এলেও আমাকে কোনো ত্রা বরাদ্দ দেওয়া হয়নি। আমি অন্য দল করি। তাই আমাকে ইনসাল্ট করা হচ্ছে।

[৫] “এটা অবিচার। দীর্ঘদিন ধরেই আমি জনপ্রতিনিধি। অনেক সরকার, অনেক এমপি-মন্ত্রী গেছে। কিন্তু ত্রাণ বিতরণে এরকম কেউ করেনি। আমি থাকতে আমাকে এড়িয়ে ওয়ার্ড কাউন্সিলরদের মাধ্যমে ত্রাণ দেওয়া হচ্ছে।”

এতে প্রকৃত অসহায়রা ত্রাণ পাচ্ছেন না দাবি করে তিনি বলেন, “সাধারণ জনগণ আমার কাছে জানতে চায়। কিন্তু আমাকে কিছু জানানো হয়নি। ইউএনওর সাথে আগে যোগাযোগ হয়েছিল। কিন্তু বর্তমানে তিনি আমাকে এড়িয়ে যান।”

[৬] জেলা প্রশাসককে দেওয়া চিঠিতে পৌর মেয়র আবু লিখেছেন, সারা বাংলাদেশে সরকারি নির্দেশনা অনুসারে ইউএনও পৌরসভার জন্য বরাদ্দ ত্রাণ পৌর মেয়রকে বুঝিয়ে দেন। পৌর এলাকার ওয়ার্ড কাউন্সিলরদের মাধ্যমে এলাকার ত্রাণ পাওয়ার উপযুক্ত মানুষের মাঝে বিতরণ করে মেয়র স্বাক্ষরিত ‘মাস্টার রোল’ (বরাদ্দ তালিকা) ইউএনও বরাবরে পৌঁছে দেওয়া হয়।

“কিন্তু বোয়ালখালী উপজেলার ইউএনও স্থানীয় প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিদের সাথে যোগসাজশে ত্রাণ বরাদ্দের ব্যবস্থাপনার স্তর লঙ্ঘন করে রাজনৈতিক ব্যক্তিদের তালিকা অনুসারে ত্রাণ বিতরণ করছেন।”

[৭] এ বিষয়ে জানতে চাইলে বোয়ালখালীর ইউএনও আছিয়া খাতুন বলেন, “উনি আমাকে বরাদ্দ না পাওয়ার বিষয়ে কিছু বলেননি, আমার কাছে আবেদনও করেননি। তবে শুরুতে তিনি ত্রাণ প্রয়োজন এমন লোকজনের তালিকা দিয়েছিলেন।

“এ সংক্রান্ত যে উপজেলা পর্যায়ের কমিটি আছে। সেখানে স্থানীয় সংসদ সদস্যসহ অনেকেই আছেন। কমিটির সভায় সিদ্ধান্ত হয়েছে পৌরসভার জন্য ওয়ার্ডভিত্তিক বরাদ্দ দেওয়া হবে।”

[৮] এই সিদ্ধান্ত তিনি একা নেননি দাবি করে ইউএনও বলেন, “আমার একার হাতে তো না।”

[৯] এ বিষয়ে চট্টগ্রামের জেলা প্রশাসক মো. ইলিয়াস হোসেন বলেন, “এরকম কোনো অভিযোগ এখনো হাতে পাইনি। বিষয়টা এরকম না, মূলত ওয়ার্ড কাউন্সিলরাই মাঠ পর্যায়ে ত্রাণ বিতরণ করেন, মেয়র তো আর করেন না।

“তবে পৌর মেয়র জানেন না, এটা বলাটা স্বাভাবিক নয়। জনপ্রতিনিধি হিসেবে উনার জানার কথা। উনার অভিযোগ হাতে পেলে দেখব।”

  • সর্বশেষ
  • জনপ্রিয়