শিরোনাম
◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল ◈ জনপ্রিয়তায় ট্রাম্পের কাছাকাছি বাইডেন ◈ আদালত থেকে জঙ্গি ছিনতাই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নতুন তারিখ ৮ মে ◈ সেনা গোয়েন্দাসংস্থার বিরুদ্ধে ৬ পাক বিচারপতির ভয় দেখানোর অভিযোগ ◈ নিরস্ত্র ফিলিস্তিনিরা সাদা পতাকা উড়াচ্ছিল, তাদের বূলডোজার দিয়ে মাটি চাপা দিল ইসরায়েলী সেনারা

প্রকাশিত : ০৪ মে, ২০২০, ০৬:০০ সকাল
আপডেট : ০৪ মে, ২০২০, ০৬:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আমরা লকডাউন মানি না, বুঝি না দায় ও দায়িত্ব আমরা কেবল জানি সরকারকে গাল পাড়তে

মাসুদা ভাট্টি : জার্মানিতে পিপিই নেই বলে একজন ডাক্তার নগ্ন হয়ে প্রতিবাদ জানিয়েছেন, যুক্তরাজ্যে পিপিই নেই, কিটস নেই, হাসপাতালের বাইরে ঘরে ও কেয়ার হোমে মৃত্যুর সংখ্যা কতো কেউ জানে না, যুক্তরাষ্ট্রে যা বলা হচ্ছে তার চেয়ে আক্রান্ত ও মৃতের হার প্রায় দ্বিগুণ বলে পত্রিকায় খবর বেরুচ্ছে, ইতালি, স্পেন, ফ্রান্সের কথা নয় নাই বা বলি। কিন্তু তাই বলে এসব দেশে সরকারবিরোধীরা বিরোধিতার নামে দেশবিরোধিতায় নামেনি, সামাজিক যোগাযোগ মাধ্যম সয়লাব করে ফেলেনি ভয়ংকর প্রচারণায় কিংবা মিথ্যা তথ্যে। আমরা সবদিকে বহুকাঠি সরেশ : আমরা লকডাউন মানি না, আমরা সামাজিক দূরত্ব মানি না, আমরা বুঝি না দায় ও দায়িত্ব, আমরা কেবল জানি সরকারকে গাল পাড়তে, তাতে আমাদের সুখ হয় বটে, কিন্তু সমস্যার কোনো সমাধান আসে না। সরকার আবার আরেক ডিগ্রি সরেশ, কারণে-অকারণে জেনে-বুঝে-অজ্ঞাতে একের পর এক ভুল পদক্ষেপ, অপকর্ম করে সমালোচকদের সুযোগ করে দেয় এটা কেবল সাধারণ স্বাভাবিক সময়ের চিত্র হলে কথা ছিলো, কিন্তু এটা এই ভয়ংকর সময়ে যখন মানুষের জীবনের এবং ভবিষ্যতে টিকে থাকার নিশ্চয়তা দরকার, বেঁচে থাকার জন্য নিরাপদে থাকার জন্য সহযোগিতা দরকার তখনো যদি সরকারবিরোধিতার নামে দেশের প্রতি বিরাগ উপচে পড়ে চারদিকে তখন ভয় হয় এটা ভেবে যে, এই বিপদ কেটে গেলে বা বিপদের সময়ে আপনারা না হয় সরকারকে খেদানোয় সফল হলেন বা সমালোচনা করে আনন্দ পেলেন, কিন্তু তাতে দেশের বা দশের কী হলো? দেশ বা দশের জন্য কিছু করা হলো তাতে? সরকার আর দেশতো এক হলো না কিংবা সরকারপ্রধান আর জনগণকে এক করে ফেললে কী করে চলবে? রাষ্ট্রটা স্থায়ী এবং সবার, আর সরকার অস্থায়ী এবং ব্যক্তিও আজ আছে কাল নেই এটুকু বোঝার শক্তিও কি আমরা হারিয়ে ফেলেছি? (একটি নিবন্ধের খসড়া থেকে)। জানি এরপর গালির বন্যা বইবে, তাতে অসুবিধা নেই, কোনো না কোনো পক্ষ থেকে গালাগাল খেতে অভ্যস্ত হতে হতে এখন আর তেমন কোনো গালাগালেই কিছু আসে যায় না। ফেসবুক থেকে

  • সর্বশেষ
  • জনপ্রিয়