শিরোনাম
◈ সাতক্ষীরায় এমপি দোলনের গাড়িতে হামলা ◈ চুয়াডাঙ্গার পরিস্থিতি এখন মরুভূমির মতো, তাপমাত্রা ৪১ দশমিক  ৫ ডিগ্রি ◈ ফরিদপুরে পঞ্চপল্লীতে গণপিটুনিতে ২ ভাই নিহতের ঘটনায় গ্রেপ্তার ১ ◈ মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশি: পররাষ্ট্রমন্ত্রী ◈ ভারতে লোকসভা নির্বাচনের প্রথম দফায় ভোট পড়েছে ৫৯.৭ শতাংশ  ◈ ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী: ওয়াশিংটনে অর্থমন্ত্রী ◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী

প্রকাশিত : ০৪ মে, ২০২০, ০৬:০০ সকাল
আপডেট : ০৪ মে, ২০২০, ০৬:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সবচেয়ে কার্যকরী এন্টিবডি হচ্ছে মানবদেহ, মনোবল ঠিক থাকলে খুব কাজ দেবে

মো. গোলাম সরয়ার : মার্চ মাসে করোনাভাইরাস নিয়ে ব্র্যাক একটি গবেষণা প্রেডিকশন প্রকাশ করেছিলো। সে প্রেডিকশন মতে, ২৫ এপ্রিল আমাদের দেশে করোনা রোগী হওয়ার কথা ছিলো এক কোটি তেরো লাখ, ২৪ এপ্রিল এক কোটি আটত্রিশ লাখ আর ২৭ এপ্রিলে রোগী হওয়ার কথা ছিলো এক কোটি আটষট্টি লাখের বেশি। ব্র্যাকের সে গবেষণা প্রেডিকশন মানলে আজ আমাদের দেশে করোনা রোগী আড়াই কোটি ছেড়ে যাওয়ার কথা। এর ভেতরে আমরা আবার কিছুই মানিওনি, না গার্মেন্টস ব্যবসায়ীরা, না দাফন মহাসম্মেলনকারীরা, না সাধারণ জনতা। আর বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রেডিকশন মানলে এ মুহূর্তে বাংলাদেশের পথে পথে লাখে লাখে লাশ পড়ে থাকার কথা, এশিয়াতে কোটি কোটি লাশের স্তূপ পড়ে থাকার কথা। এই একটি সংস্থা প্রতিদিন নিয়ম করে মানুষকে ভয় লাগিয়ে যায়। একেকটা দেশে একেকজন উত্তপ্ত মস্তিষ্কের বিশেষজ্ঞ একেকটা ভয়ের তথ্য দেয় আর যাচাই-বাছাই ছাড়া তারা বিশ্ববাসীকে তা শুনিয়ে ভয় দেখায়। তারা একবার বলে করোনা তিন ফুট বাতাসে ভাসতে পারে, আবার বলে তেরো ফুট। একবার বলে শূন্যে ভেসে আক্রমণ করে, আবার বলে পানিতে ভেসেও আসতে পারে।
সুস্থ মানুষকে বলা হচ্ছে অসুস্থ হওয়া ছাড়া তেমন উপায় নেই, অসুস্থ মানুষকে বলা হচ্ছে সুস্থ হলেও আবার অসুস্থ হতে পারে। মানে আপনি মরবেনই। তারা একদিন যা বলে পরদিন রিভার্স আরেকটি বলছে। কোনো বাছবিচার নেই, কোনো জবাবদিহিতা নেই। সাড়ে তিন মাসে একক প্রতিষ্ঠান হিসেবে সবচেয়ে বেশি গুজব ছড়িয়ে পৃথিবীতে কোটি কোটি মানুষের মানসিক স্বাস্থ্য অসুস্থ করেছে এই একটি সংস্থা। যা খুশি তা প্রকাশ করার নাম আন্তর্জাতিক সংস্থা হতে পারে না। মানুষকে আশার রোডম্যাপ দিতে হয়, পথ দেখাতে হয়। কোনো সমাধানহীন ভয় দেখায় সন্ত্রাসী সংগঠন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাজ মানুষের মানসিক স্বাস্থ্য নষ্ট করা নয়। মানুষকে আশা জাগিয়ে করণীয় ঠিক করে দিতে হবে। এতো বড় একটি মহাসংকটে তাদের অবদান কী। এতো বিলিয়ন বিলিয়ন টাকা খরচ করে যদি একটি ট্যাবলেটও না বানানো যায় তবে এই সংগঠন পালন করে লাভ কী। স্বাস্থ্য খাতে পৃথিবীর সবচেয়ে বেশি অর্থ ব্যয় করে তারা কী অবদান রাখলো। কী গবেষণা ফলাফল পৃথিবীর মানুষ পেয়েছে তাদের থেকে। সামাজিক সংগঠন লায়ন্স মানুষকে চোখের আলো ফিরিয়ে দিয়েছেন নিজেদের খরচে, রোটারি দূর করেছেন বিশ্ব থেকে পোলিও, ডঐঙ কী করেছে জনতার টাকা খরচ করে? ডোনাল্ড ট্রাম্প যদি একটিও ভালো কাজ করে থাকেন, তবে তাহলো একটি অকেজো সংগঠনকে তাদের নাগরিকদের ট্যাক্সের টাকা দেওয়া বন্ধ করা। এগুলো আছে শুধু মানুষের অর্থ অপচয় করতে। চিকিৎসা বিজ্ঞানের কোন্ কার্যকরী গবেষণা তারা করেছে গত কয়েক যুগে। কয়টি ওষুধ বানিয়েছেন। শুধু ভয়ের রাজনীতি ছাড়া। এসব গবেষণা যারা করে তারা বেশিরভাগ যে কম্বলের তলে শুয়ে শুয়ে করে তা আমরা আগেও জানতাম। এবার আবার মানুষকে স্মরণ করিয়ে দিলাম। না এতো নিদারণ অবহেলা অবমাননার পরেও করোনা নিয়ে বাংলাদেশ ইউরোপ-আমেরিকা হবে না। প্রথমত যেকোনো বৈশ্বিক সংকট পৃথিবীর সব মাটিতে সমানভাবে ক্রিয়া করে না। দ্বিতীয়ত এখনো মোটাদাগে করোনাভাইরাসের টার্গেট সয়েল হলো ইউরোপ-আমেরিকার সেই ন্যাটোর নেতৃত্বের দেশগুলোই। পৃথিবীর নব্বইভাগ প্রাণহানি ঘটছে সেসব দেশেই। অন্যদের যা ঘটছে তাহলো সাইড ইফেক্ট। বাংলাদেশ এখনো ওয়ারজোনের বাইরে। আপাতত আমাদের স্ট্র্যাটেজি হলো সাইড ইফেক্টের প্রভাবেও প্রাণহানি যতো বেশি কমানো যায়। তাই সবাই সামাজিক দূরত্ব মেনটেইন করুন। ভয় নয়, সচেতন থাকুন। মানসিকভাবে সবল থাকুন। যে রোগের আপনিই আপনার চিকিৎসক সেখানে আপনার সচেতনতা, আপনার মনোবলই আপনাকে রক্ষা করবে। মনোবল ঠিক থাকলে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে যা এই সময়ে খুব দরকার। মনে রাখবেন, পৃথিবীতে সবচেয়ে কার্যকরী এন্টিবডি হলো মানবদেহ। মনোবল ঠিক থাকলে তা কাজ দেবে। সুতরাং ভয় নয়, সচেতন থাকুন। মানসিকভাবে সবল থাকুন। ফেসবুক থেকে

  • সর্বশেষ
  • জনপ্রিয়