শিরোনাম
◈ ঝালকাঠিতে ট্রাকচাপায় নিহতদের ৬ জন একই পরিবারের ◈ গাজীপুরের টঙ্গি বাজারে আলুর গুদামে আগুন ◈ রাজনৈতিক বিশ্লেষক মনোয়ারুল হক মারা গেছেন ◈ ভারতের পররাষ্ট্র সচিব শনিবার ঢাকা আসছেন ◈ দুই এক পশলা বৃষ্টি হলেও তাপদাহ আরো তীব্র হতে পারে  ◈ এথেন্স সম্মেলন: দায়িত্বশীল ও টেকসই সমুদ্র ব্যবস্থাপনায় সম্মিলিত প্রয়াসের আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর ◈ কেএনএফ চাইলে আবারও আলোচনায় বসার সুযোগ দেওয়া হবে: র‌্যাবের ডিজি ◈ ওবায়দুল কাদেরের হৃদয় দুর্বল, তাই বেশি অবান্তর কথা বলেন: রিজভী ◈ মধ্যপ্রাচ্যের পরিস্থিতি বিবেচনায় প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী ◈ বাংলাদেশ সংকট থেকে ঘুরে দাঁড়াতে শুরু করেছে: অর্থমন্ত্রী

প্রকাশিত : ০৪ মে, ২০২০, ০৬:০০ সকাল
আপডেট : ০৪ মে, ২০২০, ০৬:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘অশ্লীলতা’ শব্দটা বাঙালির একটা বড় অংশ বোঝে না কিংবা খুব ভুল জেনে বড় হচ্ছে

ফরিং ক্যামেলিয়া : কদিন ধরে মনে হচ্ছে, ‘অশ্লীল’তা’ শব্দটা বাঙালির একটা বড় অংশ বোঝে না কিংবা খুব ভুল জেনে বড় হচ্ছে, হয়েছে। ‘অশ্লীল’ বলতে তারা বোঝে, ছেলেমেয়ের প্রেম, তারা বোঝে পহেলা বৈশাখ, তারা বোঝে সেক্স, তারা বোঝে মেয়েদের শরীর, পোশাক, তারা বোঝে বাচ্চাকে তার মায়ের দুধ পান করানো। অথচ ‘অশ্লীল’ হলো ধর্ষণ, মানে জোরপূর্বক সেক্স, ‘অশ্লীল’ হলো প্রেমিক কিংবা প্রেমিকা দ্বারা শারীরিক এবং মানসিক নির্যাতন, ‘অশ্লীল’ হলো একজন মানুষের স্বাধীনতা হরণ করা তার ব্যক্তি স্বাধীনতায় চোখ রাঙানো। কোনো মেয়ে বিয়ে না করলে সেটা ‘অশ্লীল’তা নয়, বরং তাকে বিয়ে করার জন্য প্রেশার দেওয়া ‘অশ্লীল’তা, কোনো ছেলে সম্মতিতে প্রেম করলে, সেক্স করলে, সেটা ‘অশ্লীল’ নয়, কিন্তু জোর করে বউকে ধর্ষণ করলে, তবে সেটা ‘অশ্লীল’। একটা টক্সিক রিলেশন মানেই ‘অশ্লীল’তা। এই যে নারী বিজ্ঞানী সারাহ গিলবার্টের দিনরাত কাজ করে যাচ্ছেন করোনাভাইরাসের প্রতিষেধক তৈরির জন্য, তিনি বিকিনি পরে বিচে ঘুরছেন এই দৃশ্য ‘অশ্লীল’ নয়, কিন্তু আমাদের পাপিয়ার মতো নারী নেত্রী বোরকা পরে ঘুরে বেড়াচ্ছে সেটাও ‘অশ্লীল’ ব্যাপার। ‘অশ্লীল’তা মানুষের পোশাকে নয়, ‘অশ্লীল’তা তার কাজে থাকে। একটা থিউরি আমি প্রায়ই দেখি। একজন উলঙ্গ পাগল তো ‘অশ্লীল’ নয়, কিন্তু কোনো মডেল যখন বিকিনি পরে তখন সেটা ‘অশ্লীল’। এই কনসেপ্টটার সঙ্গে আমি সহমত প্রকাশ করি, কোথায় সহমত প্রকাশ করি, সেটা বলি। আপনি দেখবেন, শিশুদের প্রায়ই বিকিনি টাইপ পোশাক পরিয়ে মডেল বানানো হয়, এখানে তার শরীরকে পণ্য বানানো হচ্ছে, অথচ বাচ্চাটা অপ্রাপ্তবয়স্ক, সে নিজ ইচ্ছায় এই পোজ দিচ্ছে না, তার বোঝার মতো বয়স হয়নি সে কী করছে, কেন করছে, এখানে তার সম্মতির কোনো বালাই নেই, সুতরাং বিষয়টা ‘অশ্লীল’।
গেন্দা ফুল গানটার লিরিক্স ‘অশ্লীল’। ‘বাম তেরা গোতে খায়ে’র বাংলা করলে দাঁড়ায়Ñ ‘তোর পাছা ঘুরতেছে’। এখানে পাছা শব্দটা ‘অশ্লীল’ নয়, ‘অশ্লীল’ হলো এই শব্দের ব্যবহার যেভাবে করা হয়েছে সেটা। কেউ যদি বলে আমার পাছায় ব্যথা, সেটা ‘অশ্লীল’ নয়, কিন্তু কেউ যদি ‘পাছাটা’কে একটা বিশেষ অবজেক্ট বানিয়ে দেখায় তবে সেটা ‘অশ্লীল’। ক্যাপিটালিজমের সবচেয়ে বড় কুফল হলো একটা সাধারণ বিষয়কে পণ্য বানিয়ে সবার মধ্যে অবসেশন তৈরি করা যে, এই জিনিস আমার লাগবে। মানে জ্যাকলিনের পাছার মতো পাছা না হলে আমার জিএফ সুন্দর নয়। জ্যাকলিনের শরীরই সুন্দরের মানদ-। মেয়েদের মাথায় ঢুকে গেছে এমন শরীর, আমার দরকার। এই চিন্তাই ‘অশ্লীল’। ব্যালি ডান্স ‘অশ্লীল’ নয় সেটা আর্ট। কিন্তু মিউজিক ভিডিওতে যখন একটা মোডিফাইড শরীর মানে সার্জারি করা শরীরের মেয়ে ব্যালি ড্যান্স করে তখন বিষয়টা আর্ট থাকে না। একটা অস্বাভাবিক শরীর সুন্দর, আবেদনময়ী হিসেবে উপস্থাপন করা হয়, ফলে পণ্যের বিক্রি বাড়ে। পুরো প্রক্রিয়াটাই ‘অশ্লীল’। একবার ভাবুন তো একটা ছেলে খালি গায়ে রোদ পোহাচ্ছে। ছেলে বলে তার স্তনের মাংসপি- ‘অশ্লীল’ নয়, কিন্তু এক মা তার সন্তানকে তার স্তন থেকে দুধ পান করাচ্ছে এই দৃশ্য কেন ‘অশ্লীল’ হবে? কিংবা একটা নিরীহ উৎসব, একটা ঝড়ো প্রেম, একটা লাজুক চুমু কেন ‘অশ্লীল’ হবে। একজন দুর্নীতিবাজ মানেই ‘অশ্লীল’ আর একজন সৎ মানুষ মানেই শালীন। এই সহজ বিষয়গুলো না ভাবলে ভাবুন, ভাবা প্র্যাকটিস করুন। ফেসবুক থেকে

  • সর্বশেষ
  • জনপ্রিয়