শিরোনাম
◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪২ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস, হিট স্ট্রোকে একজনের মৃত্যু ◈ আইনজীবীদের গাউন পরতে হবে না: সুপ্রিমকোর্ট ◈ তীব্র গরমে স্কুল-কলেজ ও মাদরাসা আরও ৭ দিন বন্ধ ঘোষণা ◈ সিরিয়ায় আইএসের হামলায় ২৮ সেনা নিহত ◈ সরকার চোরাবালির ওপর দাঁড়িয়ে, পতন অনিবার্য: রিজভী  ◈ সরকারের বিরুদ্ধে অবিরাম নালিশের রাজনীতি করছে বিএনপি: ওবায়দুল কাদের ◈ বুশরা বিবিকে ‘টয়লেট ক্লিনার’ মেশানো খাবার খাওয়ানোর অভিযোগ ইমরানের ◈ গাজায় নিহতের সংখ্যা ৩৪ হাজার ছাড়াল ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী

প্রকাশিত : ০৪ মে, ২০২০, ০৩:২৯ রাত
আপডেট : ০৪ মে, ২০২০, ০৩:২৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রোগী ফিরিয়ে দেওয়ায় জড়িতদের কঠোর শাস্তি দাবি জাসদের

আবুল বাশার নূরু: [২] হাসপাতাল থেকে চিকিৎসা না দিয়ে রোগী ফিরিয়ে দেওয়ার ঘটনায় জড়িতদের কঠোর শাস্তি দাবি করেছে জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ)।

[৩] রোববার জাসদ সভাপতি সংসদ সদস্য হাসানুল হক ইনু ও সাধারণ সম্পাদক শিরীন আখতার এক বিবৃতিতে সরকারের কাছে এ দাবি জানান।

[৪] বিবৃতিতে সরকারি-বেসরকারি হাসপাতালে রোগীর সঙ্গে কোভিড-১৯ টেস্টের রিপোর্ট না থাকায় চিকিৎসা না দিয়ে ফিরিয়ে দেওয়া, অ্যাম্বুলেন্সে হাসপাতালের পর হাসপাতাল ঘুরে বিনা চিকিৎসায় রোগীকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়ার ঘটনায় গভীর উদ্বেগ ও তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন নেতারা।

[৫] তারা বলেন, হাসপাতালগুলো করোনা টেস্টের পজিটিভ রিপোর্ট ছাড়া লক্ষণ ও উপসর্গ আছে এমন রোগীদেরও ফিরিয়ে দিচ্ছে। অন্যদিকে নন-কোভিড হাসপাতালগুলো করোনা টেস্টের নেগেটিভ রিপোর্ট ছাড়া সাধারণ রোগী এবং করোনার ল²ণ ও উপসর্গ আছে এমন রোগীদের চিকিৎসা দিচ্ছে না।

[৬] যেখানে বিশ্ব স্বাস্থ্য সংস্থা টেস্টের উপর সবচেয়ে বেশি গুরুত্ব আরোপ করেই চলেছে, সেখানে দেশে সাধারণ রোগীরা টেস্টের অভাবে হাসপাতালে সাধারণ চিকিৎসা থেকেও বঞ্চিত হচ্ছে।

[৭] জাসদ নেতাদ্বয় চিকিৎসাসেবা খাতের এই অমানবিক পরিস্থিতি, অব্যবস্থাপনা এবং সমন্বয়হীনতা অবিলম্বে দূর করার জন্য সরকারের কাছে দাবি জানান। যে সব হাসপাতাল থেকে রোগীদের চিকিৎসা না দিয়ে ফিরিয়ে দেওয়া হয়েছে, সেই সব হাসপাতালের কর্তৃপক্ষ ও মালিকদের কঠোর শাস্তিরও দাবি জানান তারা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়