শিরোনাম
◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও

প্রকাশিত : ০৪ মে, ২০২০, ০২:৪৭ রাত
আপডেট : ০৪ মে, ২০২০, ০২:৪৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] করোনায় হুমকির মূখে মৎস্য শিল্প, বিপাকে খামারীরা

তিমির চক্রবর্ত্তী: [২] ময়মনসিংহে ঈশ্বরগঞ্জের সিনিয়র মসৎ কর্মকর্তা সানোয়ার হোসেন বলেন, এপ্রিল থেকে শুরু হয় মাছ চাষের মৌসুম। হ্যাচারীর পর পোনা উৎপাদনে কয়েক ধাপ পেরিয়ে পুকুরে ছাড়তে হয়। কিন্তু যেসব চাষীরা রমজানের আগে বিক্রি করবে ভেবেছিল তাদের এখন উৎপাদন খরচ বেড়ে যাচ্ছে। যমুনা টিভি

[৩] তিনি আরও বলেন, মৎস অধিদপ্তরের হিসাবে দেখা যায়, এই বিভাগেই ক্ষতি প্রায় ত্রিশ কোটি টাকা এবং কম বেশী প্রায় তিন হাজার পাঁচশ চাষী ক্ষতিগ্রস্ত। এখানে ক্রেতা, পরিবহণ ও মাছের খাবারের সংকট। এখানে উৎপাদিত রেণু ও পোনাসমূহ সারা দেশে সরবরাহ করা হয়ে থাকে।

[৪] জেলা মসৎ অধিদপ্তরের উপ-পরিচালক আব্দুল মজিদ বলেন, লকডাউন যদি আরও দীর্ঘায়িত হয় তাহলে সমস্যা হবে। কারণ এখন পিক পিরিয়ডে নষ্ট হলে উৎপাদনের ধারা কমে যাবে।

[৫] ফিস হ্যাচারী ওনার্স এসোসিয়েশনের সাধারণ সম্পাদক আবদুল কাদির তরফদার বলেন, রেজিষ্টার হ্যাচারি বা র্ফাম যারা আছে তাদের যদি সহজ শর্তে সামন্য সুদে ঋণ দেয়া হয়, তবে আশা করি এই খাত আবার পূর্বের অবস্থায় ফিরে আসবে।

[৬] তেলাপিয়া এসোসিয়েশনের সাধারণ সম্পাদক এবিএম শামছুল আলম বলেন, সরকারের ঘোষিত প্রনোদনা সঠিক সময়ে, সঠিক পদ্ধতিতে দিতে হবে চাষী , খামারীদের। আমি মনে করি ,জুন মাসের মধ্যেই তাদের হাতে পৌঁছাতে হবে। অন্যথায় এই ক্ষতি কাটিয়ে ওঠা সম্ভব হবে না।

[৭] বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের মৎস বিজ্ঞান অনুষদের অধ্যাপক ড. হারুনুর রশিদ বলেন, এই ভাইরাস দীর্ঘমেয়াদি একটা কুফল এর ফলে নিন্মমুখী উৎপাদন আমরা দেখতে পাবো। সমগ্রিকভাবে প্রাণীদের একটি বড় উৎস থেকে দেশে নিকট ভবিষ্যতে বঞ্চিত হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়