শিরোনাম
◈ বিশৃঙ্খলার পথ এড়াতে শিশুদের মধ্যে খেলাধুলার আগ্রহ সৃষ্টি করতে হবে: প্রধানমন্ত্রী ◈ তাপপ্রবাহের কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ক্লাসও বন্ধ ঘোষণা ◈ সোনার দাম কমেছে ভরিতে ৮৪০ টাকা ◈ ঈদযাত্রায় ৪১৯ দুর্ঘটনায় নিহত ৪৩৮: যাত্রী কল্যাণ সমিতি ◈ অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধে বিটিআরসিতে তালিকা পাঠানো হচ্ছে: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ◈ পাবনায় হিটস্ট্রোকে একজনের মৃত্যু ◈ জলাবদ্ধতা নিরসনে ৭ কোটি ডলার ঋণ দেবে এডিবি ◈ ক্ষমতা দখল করে আওয়ামী শাসকগোষ্ঠী আরও হিংস্র হয়ে উঠেছে: মির্জা ফখরুল ◈ বেনজীর আহমেদের চ্যালেঞ্জ: কেউ দুর্নীতি প্রমাণ করতে পারলে তাকে সব সম্পত্তি দিয়ে দেবো (ভিডিও) ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪২ দশমিক ৩ ডিগ্রি, হিট স্ট্রোকে একজনের মৃত্যু

প্রকাশিত : ০৪ মে, ২০২০, ০২:৩১ রাত
আপডেট : ০৪ মে, ২০২০, ০২:৩১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] নারায়ণগঞ্জ, ঢাকা ও গাজীপুর এলাকার প্রতিটি পোশাক করখানায় মেডিকেল টিম গঠনের নির্দেশ : স্বাস্থ্যমন্ত্রী

শরীফ শাওন : [২] জাহিদ মালেক বলেন, এসকল এলাকাগুলোতে করোনা টেষ্টের ব্যবস্থা করা হবে, প্রয়োজনে শ্রমিকরা যেন পরীক্ষা করাতে পারেন। স্বাস্থ্যবিধি মনিটরে আলাদা টিম গঠন করা হবে। আমাদের নির্দেশনায় প্রতি কারকানায় একটি করে মেডিক্যাল টিম দায়িত্ব পালন করবেন। প্রতিনিয়ত তারা তারা ন্যাশনাল কমিটির কাছে প্রতিবেদন দাখিল করবেন।

[৩] তিনি বলেন, হটস্পট চিহ্নিত হওয়ায় এলাকাগুলোতে বিশেষ নজরদারির জন্য পুলিশ প্রশাসনকে বলা হয়েছে। এখান থেকে কেউ যেন বাইরে না যায় এবং বাইর থেকে প্রবেশ না করে। এছাড়াও পরিবহনের বিষয়ে উদ্যোগ নিতে গার্মেন্টস মালিকদের নির্দেশনা দেয়া হয়েছে।

[৪] রোবাবার দুপুরে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে করোনা পরিস্থিতিতে শিল্প, ব্যবসা প্রতিষ্ঠান সীমিত আকারে চালু রাখা সংক্রান্ত এক বৈঠক শেষে তিনি এসব কথা বলেন।

[৫] স্বাস্থ্যমন্ত্রী বলেন, পোশাক শিল্পের কারখানাগুলো কীভাবে স্বাস্থ্যবিধি পালন করবে, এটি ছিলো আলোচনার মূল বিষয়। নিয়ম কানুন মেনে কারখানা চালানোর বিষয়ে বিশেষ গুরুতসহকারে আলোচনা করা হয়। মালিকপক্ষ এসকল সুবিধা তৈরি করবেন।

[৬] তিনি বলেন, শ্রমিকদের স্বাস্থ্যসেবা, সামাজিক দুরত্ব ও পরিবহন নিশ্চিতকরণকে গুরাত্বারোপ করা হয়। তাদের থাকা খাওয়ার বিষয়েও আলোচনা করা হয়।

[৭] স্বাস্থ্য সচিব আসাদুল ইসলাম বলেন, সংক্রমিত বেশি হলে আইসোলেশন সেন্টার করা হবে। চিকিৎসা দিতে হাসপাতাল নির্ধারণ ও প্রয়োজনে টেস্ট বাড়ানোর বিষয়েও আলোচনা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়