শিরোনাম
◈ ভুটানের রাজার সঙ্গে থিম্পু পৌঁছেছেন তথ্য প্রতিমন্ত্রী ◈ চট্টগ্রামের জুতার কারখানার আগুন নিয়ন্ত্রণে ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত : ০৪ মে, ২০২০, ১২:১৫ দুপুর
আপডেট : ০৪ মে, ২০২০, ১২:১৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] হাসপাতাল থেকে রোগী ফিরিয়ে দেয়া কর্তৃপক্ষ ও মালিকদের বিরুদ্ধে কঠোর শাস্তি দাবি জাসদের

সমীরণ রায় : [২] জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ সভাপতি হাসানুল হক ইনু ও সাধারণ সম্পাদক শিরীন আখতার এক বিবৃতিতে আরও বলেন, কোভিড-১৯ টেস্টের রিপোর্ট সঙ্গে না থাকায় হাসপাতাল থেকে চিকিৎসা না দিয়ে রোগীকে ফিরিয়ে দেয়া, রাস্তায় অজানা গন্তব্যে ঠেলে দেয়া, অ্যাম্বুলেন্সে হাসপাতালের পর হাসপাতাল ঘুরে বিনা চিকিৎসায় মৃত্যুর মুখে ঠেলে দেয়ার ঘটনায় গভীর উদ্ধেগের বিষয়।

[৩] তারা বলেন, কোভিড হাসপাতালগুলো কোভিড টেস্টের পজিটিভ রিপোর্ট ছাড়া লক্ষণ ও উপসর্গ আছে এমন রোগীদেরও ফিরিয়ে দিচ্ছে আর নন-কোভিড হাসপাতালগুলো কোভিড টেস্টের নেগেটিভ রিপোর্ট ছাড়া সাধারণ রোগী এবং কোভিডের লক্ষণ ও উপসর্গ আছে এমন রোগীদের ফিরিয়ে দিচ্ছে।

[৪] তারা আরও বলেন, যেখানে বিশ্ব স্বাস্থ্য সংস্থা টেস্টের ওপর সবচেয়ে বেশি গুরুত্বারোপ করেই চলেছে, সেখানে দেশে সাধারণ রোগীরাই টেস্টের অভাবে হাসপাতালে সাধারণ চিকিৎসা থেকেও বঞ্চিত হচ্ছে। চিকিৎসাসেবা খাতের এই অমানবিক দশা এবং অব্যবস্থাপনা ও সমন্বয়হীনতা অবিলম্বে দূর করার জন্য সরকারের প্রতি দাবি জানিয়েছেন তারা।

[৫] জাসদ নেতারা বলেন, কোনো অজুহাতেই যেন আর একজন রোগীকেও কোনো হাসপাতাল থেকে রাস্তায় অজানা গন্তব্যে ঠেলে দেয়া না হয়। এই অমানবিক ঘটনার পুনরাবৃত্তি না ঘটে তার জন্য সরকারকে অবিলম্বে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান ও দায়িত্বশীল সমন্বিত ব্যবস্থাপনা নিশ্চিত করতে হবে।

[৬] রোববার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তারা এসব কথা বলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়