শিরোনাম
◈ যুক্তরাষ্ট্রে ইসরায়েলবিরোধী বিক্ষোভ ঘিরে বিশ্ববিদ্যালয় রণক্ষেত্র, পুলিশ মোতায়েন ◈ খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে মেডিকেল বোর্ডের সভা অনুষ্ঠিত, পরীক্ষা-নিরীক্ষা শেষে সিদ্ধান্ত ◈ চুয়াডাঙ্গায় পানের বরজে আগুন ◈ মিল্টন সমাদ্দারের স্ত্রীকেও জিজ্ঞাসাবাদ করবে ডিবি ◈ সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া হাসপাতালে ভর্তি ◈ নির্বাচনের প্রস্তুতি ও প্রচারণা দেখতে আওয়ামী লীগকে আমন্ত্রণ জানিয়েছে বিজেপি ◈ মানবপাচার ও অঙ্গপ্রত্যঙ্গ বিক্রিসহ বিভিন্ন অভিযোগে মিল্টন সমাদ্দারকে জিজ্ঞাসাবাদ করা হবে: ডিবি প্রধান ◈ চুয়াডাঙ্গা ও যশোরে দেশের সর্বোচ্চ তাপমাত্রা প্রায় ৪৩ ডিগ্রি ◈ কুমিল্লায় শিশু ধর্ষণ ও হত্যার আসামি গ্রেপ্তার  ◈ সম্মিলিত প্রচেষ্টায় ন্যায় বিচার প্রতিষ্ঠা সম্ভব: প্রধান বিচারপতি 

প্রকাশিত : ০৩ মে, ২০২০, ১১:৫২ দুপুর
আপডেট : ০৩ মে, ২০২০, ১১:৫২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বরিশাল কারাগার থেকে বিশেষ ক্ষমায় মুক্তি পেল ৭ বন্দি

খোকন আহমেদ , বরিশাল : [২] করোনার কারণে সরকারের সিদ্ধান্ত অনুসারে বরিশাল কেন্দ্রীয় কারাগার থেকে বিশেষ ক্ষমায় ১০ বন্দির মুক্তির আদেশ আসে। এরমধ্যে তিনজনের বিরুদ্ধে নতুন মামলার জটিলতা থাকায় রবিার দুপুর দুইটার দিকে সাতজন মুক্তিপ্রাপ্ত বন্দিকে কারাগার থেকে ছেড়ে দেয়া হয়েছে। যারা মুক্তি পেয়েছেন তারা লঘুদন্ডপ্রাপ্ত।

[৩] বরিশাল কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার প্রশান্ত কুমার বনিক জানান, বিশেষ ক্ষমায় মুক্তির প্রথম দিনে ১০ জন বন্দিকে মুক্তির নির্দেশনা আসে। এরআগে বরিশাল কেন্দ্রীয় কারাগার কর্তৃপক্ষ ২৪২ জন বন্দিকে মুক্তি দেয়ার জন্য সুপারিশ করেছে। যারমধ্যে ৭৩ জন যাবজ্জীবন দন্ডপ্রাপ্ত আসামি রয়েছে। যাদের অন্তত ২০ বছর সাজা ভোগ করা হয়েছে।

[৪] মুক্তিপ্রাপ্তরা হচ্ছেন-বরিশাল বন্দর থানার বাসিন্দা শরীফ উদ্দিন মোল্লা, রাজবাড়ীর পাংশা এলাকার দবির উদ্দিন, নগরীর কাউনিয়ার বাসিন্দা সাইফুল ইসলাম ও শামিম খলিফা, কাশিপুর এলাকার কহিনুর বেগম, বেতাগীর সুজন কর্মকার, উজিরপুরের গুঠিয়া এলাকার হালিম হাওলাদার, কোতয়ালী এলাকার মাইনুল ইসলাম ও আসলাম ঘরামী এবং গৌরনদীর রাসেল প্যাদা।

[৫] উল্লেখ্য, বরিশাল কেন্দ্রীয় কারাগারের ধারণক্ষমতা ৬৩৩ জন, যেখান রবিবার সকালে সর্বশেষ হিসেব অনুযায়ী ১৩১৫ জন বন্দি রয়েছেন। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়