শিরোনাম
◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত

প্রকাশিত : ০৩ মে, ২০২০, ১০:৫১ দুপুর
আপডেট : ০৩ মে, ২০২০, ১০:৫১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মসজিদ ও শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে ইরান

মুসা আহমেদ: [২] করোনায় জর্জরিত ইরানের কম ঝুঁকিপূর্ণ এলকায় সীমিত আকারে খোলা হচ্ছে মসজিদ ও শিক্ষাপ্রতিষ্ঠান। দেশটির প্রেসিডেন্ট হাসান রুহানি এ সিদ্ধান্তের বিষয়ে দেশটির স্থানীয় সংবাদমাধ্যমকে জানিয়েছেন। রয়টার্স

[৩] দেশটিতে করোনা মহামারিতে রূপ নিলে মার্চের মাঝামাঝিতে দেশজুড়ে ডাকা হয় লকডাউন। বন্ধ হয় মসজিদসহ বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠান। পবিত্র রমাজানে মুসলিমরা যাতে ইবাদত করতে পারে সে চিন্তা করেই খোলার সিদ্ধান্ত নিয়েছে মধ্যপ্রাচ্যের এ দেশটি।

[৪] প্রেসিডেন্ট রুহানি বলেন, দেশের ১৩২টি ঝুঁকিমু্ক্ত ‘সাদা’ তালিকাভুক্ত এলাকায় মসজিদগুলোতে সোমবার থেকেই চালু হচ্ছে ইবাদত কার্যক্রম। আগামী শুক্রবার থেকে জুম্মার নামাযও চালু করা হবে ওই এলাকার মসজিদগুলোতে। ওই এলাকাগুলোতে ১৬ মে থেকেই শিক্ষাপ্রতিষ্ঠান চালু করা হবে। তবে এ সবই নির্ভর করছে করোনা পরিস্থিতির ওপর।

[৫] দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, ইরানে করোনা সংক্রমণের সংখ্যা দিন দিন কমে আসছে। ইতিমধ্যে ঝুঁকিপূর্ণ ও ঝুঁকিমুক্ত এলাকায় লাল ও সাদা হিসেবে চিহ্নিত করা হয়েছে। মসজিদ ও শিক্ষাপ্রতিষ্ঠান চালুর পরও শহরগুলোতে আগের মতই সামাজিক দূরত্ব বজায় রাখার নিয়ম চালু থাকবে।

[৬] ইরানে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৯৬ হাজার ৪৪৮ জন। এদের মধ্যে সুস্থ হয়ে উঠেছেন প্রায় ৭০ হাজার। এই রোগে এ পর্যন্ত মারা গেছেন ৬ হাজার ১৫৬ জন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়