শিরোনাম
◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ চলচ্চিত্র ও টিভি খাতে ভারতের সঙ্গে অভিজ্ঞতা বিনিময় হবে: তথ্য প্রতিমন্ত্রী ◈ উপজেলা নির্বাচনে প্রভাব বিস্তার করলেই ব্যবস্থা: ইসি আলমগীর  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো

প্রকাশিত : ০৩ মে, ২০২০, ০৫:৫৩ সকাল
আপডেট : ০৩ মে, ২০২০, ০৫:৫৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাস্তায় পুলিশকে ফাঁকি দিতে সিমেন্ট মিক্সারের ভেতর ১৮ শ্রমিক! (ভিডিও)

ডেস্ক রিপোর্ট : করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে ভারতে কয়েক দফায় লকডাউনের সময়সীমা বাড়ানো হয়েছে। চলমান লকডাউনে বাড়ি ফিরতে এক অভাবনীয় কাণ্ড ঘটিয়েছে দেশটির মধ্য প্রদেশে আটকে পড়া ভিন্ন রাজ্যের ১৮ জন শ্রমিক। পুলিশের চোখ ফাঁকি দিতে সিমেন্টের মিক্সারের মধ্যে বসে বাড়ি ফেরার চেষ্টা করেছিলেন তারা। সিমেন্টের মিক্সারের মধ্য থেকে তাদের বের হয়ে আসার একটি ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

জানা গেছে, ওই শ্রমিকরা উত্তর প্রদেশের লক্ষ্ণৌর বাসিন্দা। মধ্য প্রদেশে কাজ করতে এসে লকডাউনের কারণে বাড়ি ফিরতে পারছিলেন না। বাড়ি ফেরার কোনো উপায় না থাকায় এবং পুলিশের চোখ ফাঁকি দিতে মধ্য প্রদেশের ইন্দোর থেকে তারা ওই মিক্সারে ওঠেন।

তবে তাদের পরিকল্পনা সফল হয়নি। উত্তর প্রদেশ ও মধ্যপ্রদেশ সীমান্তে তাদের ধরে ফেলে পুলিশ। লকডাউনে ফাঁকা রাস্তায় সিমেন্টের মিক্সার দেখে সন্দেহ হলে উজ্জয়িনী ও ইন্দারের মধ্যবর্তী একটি জায়গায় ওই মিক্সারটিকে দাঁড় করায় দায়িত্বরত পুলিশ কর্মকর্তারা। আর এতে ঘাবড়ে যান মিক্সারের চালক এবং বেড়িয়ে আসে আসল ঘটনা।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে, যে ঢাকনা খুলে শ্রমিকরা বেরিয়ে আসছে তা একজনের জন্য যথেষ্ট নয়। তার মধ্যে দিয়েই ভেতরে ঢুকে মালপত্র নিয়ে বসেছিল ওইসব শ্রমিকরা।

এই ঘটনায় ওই মিক্সার ট্রাকের চালকের বিরুদ্ধে এফআইআর করা হয়েছে। পাশাপাশি ওইসব শ্রমিকদের বাসে করে লক্ষ্ণৌ পাঠানো হয়েছে এবং কোয়ারেন্টিনে রাখা হয়েছে

  • সর্বশেষ
  • জনপ্রিয়