শিরোনাম
◈ যুক্তরাষ্ট্র সরে এলে বিশ্বরাজনীতিতে নেতৃত্ব দেবে কে: বাইডেন ◈ মিয়ানমার সেনাসহ ২৮৮ জনকে ফেরত পাঠালো বিজিবি ◈ উপজেলা নির্বাচনে অংশ নেওয়ায় বিএনপির ৬৪ নেতাকে কারণ দর্শানোর নোটিশ ◈ বর্ধিত ভাড়ায় ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু ◈ বাড়ছে না শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি ◈ মা হিসেবে পূর্ণ অভিভাবকত্ব পেয়ে দেশের ইতিহাসে নাম লেখালেন অভিনেত্রী বাঁধন ◈ আরও তিন মামলায় জামিন পেলেন মামুনুল হক ◈ সাজেকে ট্রাক খাদে পড়ে নিহতের সংখ্যা বেড়ে ৯ ◈ তাপপ্রবাহে উচ্চ স্বাস্থ্য ঝুঁকিতে শিশুরা,  বাড়তি সতর্কতার পরামর্শ ইউনিসেফের ◈ মন্ত্রী ও এমপিদের নিকটাত্মীয়রা প্রার্থিতা প্রত্যাহার না করলে সময়মতো ব্যবস্থা নেওয়া হবে: ওবায়দুল কাদের 

প্রকাশিত : ০৩ মে, ২০২০, ০২:৪০ রাত
আপডেট : ০৩ মে, ২০২০, ০২:৪০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] টাঙ্গাইলে সন্তানকে হত্যার ভয় দেখিয়ে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ ও ভিডিও ধারণ

টাঙ্গাইল প্রতিনিধি: [২] জেলার কালিহাতীতে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ করার অভিযোগ উঠেছে আব্দুল মান্নান (৪৫) নামে এক ব্যক্তির বিরুদ্ধে। এ ছাড়া ধর্ষণের সেই ভিডিও ধারণ করে ফেসবুকে আপলোড করেছেন অভিযুক্ত ব্যক্তি। এ ঘটনায় অভিযুক্ত আব্দুল মান্নানকে ভিডিওসহ আটক করেছে পুলিশ।

[৩] খোঁজ নিয়ে জানা যায়, ওই ব্যক্তি স্থানীয় বাজারে ইলেকট্রনিকস মেকানিক হিসেবে কাজ করে। গতকাল শুক্রবার রাতে তাকে আটক করে পুলিশ।

[৪] ভুক্তভোগী নারী বলেন, ‘মাস খানেক আগে সন্ধ্যার সময় শিশু (৫) সন্তানকে ঘরে রেখে বাড়িতে থালা বাসন ধোয়ার কাজ করছিলাম। স্বামী বিদেশ থাকায় বাড়িতে শিশু সন্তান নিয়ে একাই বসবাস করতাম। সেই সুযোগে মান্নান বাড়িতে ঢুকে শিশুকে আটকে রাখে।’

[৫] ভুক্তভোগী নারী বলেন, ‘এ সময় আটকানোর শব্দ পেয়ে আমি ঘরে এগিয়ে গেলে সন্তানকে মেরে ফেলার ভয়ে দেখিয়ে ধর্ষণ করে। সেই ধর্ষণের দৃশ্য গোপনে মোবাইলে ধারণ করে।’

[৬] ‘এর আগে দীর্ঘদিন সে আমাকে উক্ত্যক্ত করত। এ ছাড়া তার ছবির সাথে আমার ছবি যোগ করে ফেসবুকে ছেড়ে দিয়েছিল। পরে এ ঘটনা তার পরিবারকে জানালে বিষয়টি ভুল হয়েছে মর্মে ক্ষমা চায়। কিন্তু এরপরই গোপনে ধারণ করা ভিডিও ফেসবুকে প্রকাশ করে আমাকে নানাভাবে হুমকি দিচ্ছে। এ ঘটনায় কালিহাতী থানায় অভিযোগ দিয়েছি।’

[৭] কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, ‘অভিযোগের ভিত্তিতে ধর্ষক মান্নানকে আটক করা হয়েছে। আজ শনিবার অভিযুক্তকে আদালতে প্রেরণ করা হয়েছে এবং ওই নারীর মেডিকেল টেস্ট করা হয়েছে।’ সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়