শিরোনাম
◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও

প্রকাশিত : ০৩ মে, ২০২০, ০২:৩৩ রাত
আপডেট : ০৩ মে, ২০২০, ০২:৩৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] করোনা চিকিৎসার পরিসর না বাড়ায় স্বাস্থ্য বিষয়ক জাতীয় টেকনিক্যাল কমিটির অসন্তোষ

অর্থনীতি ডেস্ক : [২] প্রতিদিন করোনায় সংক্রমিত শনাক্ত এবং মৃত্যুর সংখ্যা বাড়লেও চিকিৎসা সেবার পরিসর বাড়ছে না। আর যেসব হাসপাতালে করোনার চিকিৎসা দেয়া হচ্ছে সেগুলো নিয়ে রয়েছে নানা অভিযোগ। এসব অভিযোগের সত্যতা খুঁজে পেয়ে অসন্তোষ প্রকাশ করেছে সরকারের করোনা মোকাবেলায় স্বাস্থ্য বিষয়ক জাতীয় টেকনিক্যাল কমিটি। এমন পরিস্থিতি মোকাবেলায় প্রায় দুই ডজনেরও বেশি গুরুত্বপূর্ণ সুপারিশ প্রস্তুত করেছেন তারা।

[৩] স্বাস্থ্য বিভাগ প্রতিদিনই বলছে, করোনায় শনাক্তদের মাত্র ২০ ভাগেরই হাসপাতালে যেতে হচ্ছে। কিন্তু তাতেই হিমশিম খাচ্ছে করোনার চিকিৎসা দেয়া হাসপাতালগুলো। সেবা না পাওয়ার পাশাপাশি অব্যবস্থাপনার কথাও বলছেন চিকিৎসা নিতে আসা ব্যক্তিরা। শুধু তাই নয় এই মহামারী পরিস্থিতিতেও কোথাও কোথাও দেখা গেছে শুক্রবার সাপ্তাহিক ছুটির নোটিশ।

[৪] করোনা সংক্রান্ত জাতীয় টেকনিক্যাল কমিটির সভাপতি ডা. মোহাম্মদ শহীদুল্লাহ বলেন, ডাক্তার আছে মোটামুটি। তবে বিশেষজ্ঞ চিকিৎসকের সংখ্যা বাড়াতে হবে। নার্সের সংখ্যা অবশ্যই বাড়াতে হবে। চিকিৎসার সাথে যেহেতু শুধু ওষুধ জড়িত নয় পরিষ্কার পরিচ্ছন্নতাও ওতপ্রতভাবে জড়িত তাই ক্লিনারও বাড়াতে হবে।

[৫] করোনায় শনাক্তদের চিকিৎসার জন্য প্রস্তুত করা বিশেষায়িত হাসপাতালগুলোর কয়েক দিনের কার্যক্রম ও পর্যবেক্ষণ তুলে ধরে দুই ডজনেরও বেশি সুপারিশ তৈরি করা হয়েছে উল্লেখ করে টেকনিক্যাল কমিটির সদস্য ডা. নজরুল জানান, হাসপাতালগুলো ভিজিট করে কি কি ঘাটতি আছে, কি কি করা উচিৎ জানানো হয়েছে। সন্তুষ্ট না বলেই ওই সুপারিশ করা হয়েছে।

[৬] হাসপাতাল পরিদর্শন সংক্রান্ত উপকমিটির চেয়ারম্যান অধ্যাপক ইকবাল আর্সলান বলেন, তারা সেগুলো দেখছে কিনা তা আমরা বুঝতে পারছি না। আমরা আমাদের সাধ্যমত পরামর্শ দিয়েছি। সূত্র : ডিবিসি নিউজ। গ্রন্থনা : সুজন কৈরী

  • সর্বশেষ
  • জনপ্রিয়