শিরোনাম
◈ জাতিসংঘে সদস্যপদ প্রস্তাবে মার্কিন ভেটোর নিন্দা ফিলিস্তিনের, লজ্জাজনক বলল তুরস্ক ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের

প্রকাশিত : ০২ মে, ২০২০, ১১:০৬ দুপুর
আপডেট : ০২ মে, ২০২০, ১১:০৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ছুটি বাড়িয়ে লাভ হবে না, কর্মহীন মানুষের ঘরে নগদ অর্থ ও খাদ্য পৌঁছাতে হবে: ইমরান সালেহ প্রিন্স

শাহানুজ্জামান টিটু: [২] বিএনপির সাংগঠনিক সম্পাদক বলেন, মানুষ যেভাবে সংক্রমিত হচ্ছে তাতে কঠোর হওয়া প্রয়োজন। একই সঙ্গে যারা কর্মহীন হয়ে পড়ছেন তাদের বাড়িতে বাড়িতে নগদ অর্থ এবং খাদ্য পৌঁছে দিতে হবে। যাতে তারা ঘরে থাকতে পারে। এই ছুটি সার্থক হবে।

[৩] বিএনপির এ নেতা বলেন, আর যদি শুধু লকডাউন করেন ক্ষুধার তাড়নায় তারা বাইরে আসবেই। ছুটি বলেন, আর সাধারণ ছুটি বলেন আমাদের দেশের মানুষের মধ্যে একটা উৎসবের আমেজ মনে হয়। এটাকে ছুটি বললে হবে না। এটাকে লকডাউন অথবা গণকারফিউ বলতে হবে তাহলে হয়তো সেটা কার্যকর হবে।

[৪] তিনি বলেন, লকডাউন এর মধ্যে ছুটি রাখবেন আবার গার্মেন্টস, মিল ফ্যাক্টরি খোলা রাখবেন তাহলে তো হবে না। গার্মেন্টস কর্মীরা শতশত মাইল পায়ে হেঁটে ফ্যাক্টরিতে আসবে এটা অমানবিক কাজ। এটা যাতে না হয় সরকারের দৃষ্টি আকর্ষণ করছি।

[৫] প্রিন্স বলেন, কৃষক ধানের দাম পাচ্ছে না এমন অভিযোগ করে ইমরান সালে প্রিন্স বলেন, সরকার ধানের মূল্য এখনো নির্ধারণ করেনি। কৃষক উৎপাদিত ধান এখন ৬০০ টাকা ৭০০ টাকায় বিক্রি করতে বাধ্য হচ্ছে। এমন অবস্থায় সরকার ধান কিনছে না। এর ফলে মধ্যস্বত্বভোগীরা কম দামে কৃষকের ধান কিনে নিচ্ছে। ‌ এতে কৃষক কিন্তু ধ্বংস হয়ে যাবে।

[৬] তিনি বলেন, এর সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যসামগ্রীর দাম। ‌ এটাও নিয়ন্ত্রণে আনতে হবে সরকারকে।

[৭] শনিবার প্রতিক্রিয়ায বিএনপির এই বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এ কথা বলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়