শিরোনাম
◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো

প্রকাশিত : ০২ মে, ২০২০, ১১:২৪ দুপুর
আপডেট : ০২ মে, ২০২০, ১১:২৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

করোনায় হুমকিতে দেশের সবচেয়ে বড় ভাসকুলার সার্জারি ইউনিট

নিউজ ডেস্ক : নভেল করোনাভাইরাস (কোভিড-১৯) পরিস্থিতিতে হুমকির মুখে পড়েছে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের ভাসকুলার সার্জারি বিভাগ। দেশের সবচাইতে বৃহৎ এই ভাসকুলার সার্জারি ইউনিটের একজন বিশেষজ্ঞ চিকিৎসক ও একজন ওটি স্টাফের মধ্যে কোভিড-১৯ সংক্রমণ পাওয়া গেছে। বর্তমানে এই হাসপাতালের ৪২ জন স্বাস্থ্যকর্মীর মাঝে কোভিড-১৯ সংক্রমণ নিশ্চিত হওয়া গেছে। তাই প্রাথমিক ভাবে এই বিভাগের কার্যক্রম হাসপাতালের অন্য স্থানে নিয়ে যাওয়া হয়েছে। সারাবাংলা

শনিবার (২ মে) সারাবাংলাকে এ তথ্য নিশ্চিত করেন জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের চিকিৎসক ডা. আশরাফুল হক সিয়াম।

ডা. আশরাফুল হক সিয়াম সারাবাংলাকে বলেন, ‘বাংলাদেশের সবচাইতে বড় ভাসকুলার সার্জারি ইউনিট হচ্ছে হৃদরোগ ইনস্টিটিউটে। আমাদের এই বিভাগের একজন ভাসকুলার সার্জন ও ওটি স্টাফের মধ্যে কোভিড-১৯ সংক্রমণ নিশ্চিত হওয়া গেছে। প্রাথমিক ভাবে আমরা অপারেশন থিয়েটার ও ওয়ার্ড জীবাণুমুক্ত করার ব্যবস্থা করেছি। সেখানে জীবাণুনাশক ওষুধ দেওয়া হচ্ছে।’

এখনও হাসপাতালের চিকিৎসাসেবা ব্যহত হচ্ছে না উল্লেখ করে তিনি আরও বলেন, ‘আমরা ইতোমধ্যেই ওয়ার্ডের কার্যক্রম আরেক জায়গার শিফট করেছি। ভাসকুলার সার্জারি ইউনিটের ওটির কার্যক্রম অন্য জায়গায় শিফট করে কার্যক্রম চালিয়ে নিচ্ছি। এখন পর্যন্ত আমাদের চিকিৎসক, নার্সসহ ৪২ জন স্বাস্থ্যকর্মীর মধ্যে কোভিড-১৯ সংক্রমণ পাওয়া গেছে। এরমধ্যে ১০-১২ জন চিকিৎসক আছেন।’

ঝুঁকির মুখে থেকেও হাসপাতালের চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীরা চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছে জানিয়ে ডা. সিয়াম বলেন, ‘হুমকি তো থাকছেই। কিন্তু তাই বলে তো আমাদের থেমে থাকা যাবে না। রোগীর চিকিৎসা সেবা আমরা এখানে দিয়ে যাওয়ার সর্বোচ্চ চেষ্টা করছি তাই।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়