শিরোনাম
◈ ভুটানের রাজার সঙ্গে থিম্পু পৌঁছেছেন তথ্য প্রতিমন্ত্রী ◈ চট্টগ্রামের জুতার কারখানার আগুন নিয়ন্ত্রণে ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত : ০২ মে, ২০২০, ০৯:১০ সকাল
আপডেট : ০২ মে, ২০২০, ০৯:১০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভারতে একদিনে ২২৯৩ করোনা রোগী শনাক্তের রেকর্ড, মৃত ৭১

মহসীন কবির : [২] ভারতে করোনাভাইরাসে আক্রান্ত ও মৃতের সংখ্যা প্রতিদিনই বাড়ছে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে রেকর্ডসংখ্যক দুই হাজার ২৯৩ জন করোনায় আক্রান্ত হয়েছে, যা একদিনে সর্বোচ্চ সংক্রমিত হওয়ার ঘটনা। সবমিলিয়ে দেশটিতে আক্রান্তের সংখ্যা ৩৭ হাজার ছাড়িয়ে গেল। এছাড়া গত ২৪ ঘণ্টায় আরও ৭১ জনের মৃত্যু হয়েছে ভারতে। ফলে এখন পর্যন্ত ১২১৮ জনের মৃত্যু হলো করোনাভাইরাসে। তবে দেশটিতে সুস্থ হয়েছে ৯ হাজার ৯৫১ জন। কোলকাতা২৪ ও আনন্দবাজার

[৩] ভারতের মধ্যে সবচেয়ে ভয়াবহ পরিস্থিতি মহারাষ্ট্র, গুজরাট ও দিল্লির। এই তিনটি রাজ্যে সংক্রমণ এবং মৃত্যু বাড়ছে পাল্লা দিয়ে। মহারাষ্ট্রে ইতোমধ্যেই আক্রান্ত হয়েছেন ১১ হাজার ৫০৬ জন। তাদের মধ্যে মৃত্যু হয়েছে ৪৮৫ জনের। দ্বিতীয় স্থানে রয়েছে গুজরাট। সেখানে মোট আক্রান্তের সংখ্যা চার হাজার ৭২১। মৃত্যু হয়েছে ২৩৬ জনের। মহারাষ্ট্র ও গুজরাটের পর সর্বাধিক আক্রান্ত নয়াদিল্লি। রাজ্যটিতে মোট আক্রান্ত ৩ হাজার ৭৩৮ জন।

[৪] এদিকে আরও ৬৮ জন সেনাসদস্য করোনায় আক্রান্ত হয়েছে বলে জানা গেচে। তারা সবাই একই ব্যাটেলিয়নের সদস্য। তারা একসঙ্গে পূর্ব দিল্লির একটি ক্যাম্পে ছিলেন। এই নিয়ে এই ব্যটেলিয়নেই মোট আক্রান্ত হলেন ১২২ জন। অন্যদিকে ভারতে লকডাউনের সময় আরও ১৪ দিন বাড়ানো হয়েছে। এক দফা বাড়িয়ে লকডাউন ৩ মে শেষ হওয়ার কথা ছিল। কিন্তু এর আগে শুক্রবার সন্ধ্যায় বিজ্ঞপ্তি জারি করে দেশটির কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। সেখানে বলা হয়, আগামী ১৭ মে পর্যন্ত লকডাউন বাড়ানো হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়