শিরোনাম
◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি

প্রকাশিত : ০২ মে, ২০২০, ০৬:৩২ সকাল
আপডেট : ০২ মে, ২০২০, ০৬:৩২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] লামা ও আলীকদম উপজেলার কর্মহীন ও দু:স্থ মানুষের পাশে দক্ষিণ এশিয়া গেমসে সোনা জয়ী জ উ প্রু

মো. নুরুল করিম আরমান, লামা প্রতিনিধি : [২] প্রাণঘাতি করোনাভাইরাস সংক্রমণের প্রাদুর্ভাব ঠেকাতে গত ২৫ মার্চ বান্দরবানের লামা ও আলীকদম উপজেলাকে ‘লকডাউন’ ঘোষণা করেন প্রশাসন। এতে গৃহবন্দী হয়ে জীবিকা হারিয়ে কর্মহীন দিন অতিবাহিত করে চলেছেন দু:স্থ ও শ্রমজীবিরা। ঠিক সেই মুহুর্তে মানবিক দিন চিন্তা করে এসব অসহায়-দু:স্থ শ্রমজীবি মানুষদের পাশে দাঁড়ানোর উদ্যোগ নেয়, স্থানীয় বেসরকারী সংস্থা লোকাল ইউনিটি এন্ড প্রগ্রেসিভ ইন্সটিটিউট (লুপি স্টার)।

[৩] এরই ধারাবাহিকতায় গত সোমবার থেকে শনিবার পর্যন্ত লামা উপজেলার ৪৭০ ও আলীকদম উপজেলার ১৬৯ অসহায় দু:স্থ শ্রমজীবি মানুষের ঘরে ঘরে খাদ্য সামগ্রী তুলে দেন সংস্থার নির্বাহী পরিচালক ও দক্ষিণ এশিয় গেমসে সোনা জয়ী জ উ প্রু মার্মা। এ সময় সংস্থার সভাপতি চিং মং মার্মা, শিক্ষক ধুংক্যামং মার্মা, বাছিং, থুইখ্য, ধুংছাইমং প্রমুখ উপস্থিত ছিলেন। সামাজিক দূরত্ব বজায় রেখে প্রতি পরিবারে তুলে দেয়া হয়- ১২ কেজি করে চাল, ২ কেজি করে ডাল, ১ কেজি করে লবন, ১ লিটার করে তেল, ২টি করে সাবান, ৩ কেজি করে আলু, প্যারাসিটামল ট্যাবলেট ও খাবার স্যালাইনসহ নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী।

[৪] খাদ্য সামগ্রী প্রদানের সত্যতা নিশ্চিত করে লুপি স্টারের নির্বাহী পরিচালক জ উ প্রæ মার্মা বলেন, দেশব্যাপী করোনা ভাইরাস সংক্রমণ আজ মানুষের জীবনকে মহাসংকটে ফেলে দিয়েছে। এমন সময় কর্মহীন অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। এদিক চিন্তা করে এ সংকটময় মুহূর্তে দু:স্থ ও নিম্ন আয়ের মানুষের কথা চিন্তা করে মানবিক সহায়তা হিসেবে সংগঠনের তহবিল থেকে এসব উপহার সামগ্রী প্রদান করা হয়েছে। তিনি আরো বলেন, খাদ্য সামগ্রী প্রদানের পাশাপাশি সবাইকে করোনা ভাইরাস থেকে রক্ষা পাওয়ার জন্য লকডাউন মেনে চলাসহ স্বাস্থ্য সম্মত পরামর্শ মেনে চলতে বলা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়