শিরোনাম
◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও

প্রকাশিত : ০২ মে, ২০২০, ০৫:০৫ সকাল
আপডেট : ০২ মে, ২০২০, ০৫:০৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] করোনার সম্মুখ যোদ্ধাদের মধ্যে ২ সাংবাদিক, ১ চিকিৎসক, ১ ব্যাংকার ও ৫ পুলিশ সদস্যের প্রাণহানি

ইসমাঈল হুসাইন ইমু : [২] করোনা ভাইরাসে গতকাল শুক্রবার পর্যন্ত ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ৫ সদস্যের মৃত্যু হয়েছে। গত মঙ্গলবার দৈনিক সময়ের আলোর নগর সম্পাদক হুমায়ুন কবীর খোকন মারা যান। বুধবার সাতক্ষীরার তালায় করোনার উপসর্গ নিয়ে আব্দুস সালাম (৩৬) নামে আরো এক সাংবাদিকের মৃত্যু হয়।

[৩] গত ১৫ এপ্রিল করোনাভাইরাসে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক মঈন উদ্দিন মারা যান। তারও আগে সিটি ব্যাংকের কর্মকর্তা মুজতবা শাহরিয়ার প্রাণ হারান।

[৪] এছাড়া সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মো. ইমন মিয়া (২১) এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে। তার কিডনিতে সমস্যা, জ্বর ও শ্বাসকষ্ট ছিল। গতকাল শুক্রবার (১ মে) রাত সাড়ে ৮টার দিকে তার মৃত্যু হয়।ইমন মিয়া নারায়ণগঞ্জ শিল্প পুলিশে কনস্টেবল পদে কর্মরত ছিলেন।

[৫] শুক্রবার অনলাইন স্বাস্থ্য বুলেটিনে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা জানান, করোনায় দেশে আরও ২ জনের মৃত্যু হয়েছে, নতুন শনাক্ত ৫৭১জন। একদিনে মৃত্যুর হার কমেছে। সুস্থ হয়েছে ১৪ জন, মোট সুস্থ হয়েছেন ১৭০ জন।

[৬] পুলিশ সদর দপ্তর সূত্র জানায়, শুক্রবার দুপুর পর্যন্ত সারা দেশে পুলিশের ১ হাজার ১৫৪ জন সদস্যকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। আইসোলেশনে আছেন ১৭৪ জন। করোনা শনাক্ত ৫৫ পুলিশ সদস্যকে সুস্থ ঘোষণা করা হয়েছে।

[৭] বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশনের (বিএমএ) মহাসচিব ডা. এহেতেশাম চৌধুরী জানান, এপর্যন্ত ৩৯১ চিকিৎসক, ১৯১ নার্স ও ২৯৮ জন অন্যান্য স্বাস্থ্যসেবাকর্মী করোনায় সংক্রমিত হয়েছেন।
[৮] সোহরাওয়ার্দী হাসপাতালের পরিচালক ডা. উত্তম কুমার বড়–য়া জানান, এ পর্যন্ত এই হাসপাতালে ৪৬ চিকিৎসক, ৭ নার্সসহ সংক্রমণের শিকার হয়েছেন ৬৫ স্বাস্থ্যকর্মী। বিএমএ সূত্র বলছে, সলিমুল্লাহ মেডিকেলেও আক্রান্ত ৩৫ চিকিৎসকসহ ৭৩ স্বাস্থ্যকর্মী। সম্পাদনা : সালেহ্ বিপ্লব

  • সর্বশেষ
  • জনপ্রিয়