শিরোনাম
◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও

প্রকাশিত : ০২ মে, ২০২০, ০২:৫৬ রাত
আপডেট : ০২ মে, ২০২০, ০২:৫৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মুন্সিগঞ্জ সদরের ওসি করোনায় সংক্রমিত

মাহমুদুল আলম : [২]মুন্সিগঞ্জের পুলিশ সুপার (এসপি) আব্দুল মোমেন জানিয়েছেন, জেলার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) করোনাভাইরাসে সংক্রমিত হয়েছেন। শুক্রবার সন্ধ্যার দিকে ‘নিপসম’ থেকে ম্যাসজে এই তথ্য দেয়া হয়েছে বলে এসপির বরাত দিয়ে সংবাদ প্রচার করে ডিবিসি।

[৩] মুন্সিগঞ্জ সদর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. সুমন কুমার বণিক জানান, বৃহস্পতিবার এই পুলিশ কর্মকর্তার নমুনা সংগ্রহ করে ঢাকায় ‘নিপসমে’ পাঠানো হয়েছিলো। এরপর শুক্রবার
সন্ধ্যার দিকে সেখান থেকে তাকেই সরাসরি জানানো হয় রিপোর্টে তার করোনা পজিটিভ এসেছে। সাবধানে থাকার জন্য তাকে নির্দেশনা প্রদান করা হয়েছে। এখনো অফিসিয়ালি  রিপোর্ট আসেনি। আজ শনিবার (২রা মে) নমুনার রিপোর্ট আসলে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।
[৪] পুলিশ সুপার জানান,  আগে থেকেই তিনি সর্তক ছিলেন। তারপরও পজিটিভ শোনার পর পরিবারের সঙ্গে বাসাতেই আছেন।
[৫] পুলিশ সুপার বলেন, ৩০শে এপ্রিল তার নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হয়েছিলো করোনা পরীক্ষার জন্য। তাকে বর্তমানে কোয়ারেন্টিনে থাকার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া তার কাছাকাছি যারা গিয়েছেন তাদের সবার নমুনা সংগ্রহ করে করোনা পরীক্ষার জন্য পাঠানো হবে। তার কর্মস্থলেও বাড়তি সুরক্ষা ব্যবস্থা নেওয়ার জন্য বলা হয়েছে। কিভাবে সংক্রমণ হয়েছে তা জানা যায়নি এখনও। জেলার সকল থানা ও পুলিশ লাইন্সে সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য বলা হয়েছে। একজনের কারণে যাতে অন্যজন সংক্রমিত না হন, সে লক্ষ্যে আগে থেকে পুরো পুলিশ বাহিনীকে থাকা এবং অফিসের কাজকর্ম নিরাপদ দূরত্বে করার পরামর্শ প্রদান করা হয়েছিলো। সেভাবেই সর্তকতার সাথে পুলিশ এখানে কাজ করে যাচ্ছে।
  • সর্বশেষ
  • জনপ্রিয়