শিরোনাম
◈ সরকারি দপ্তরগুলোতে গাড়ি কেনা ও বিদেশ সফরে কড়াকড়ি: কৃচ্ছ্রনীতির অংশ হিসেবে অর্থ মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা ◈ ২১ বছর বয়স হলেই স্টার্ট-আপ লোনের সুযোগ, সুদ মাত্র ৪%: বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা ◈ ঢাকায় একটি চায়না টাউন প্রতিষ্ঠা করা যেতে পারে: আশিক চৌধুরী ◈ তিন বোর্ডে বৃহস্পতিবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত ◈ এসএসসির ফল নিয়ে যে বার্তা দিলেন শিক্ষা উপদেষ্টা ◈ সৈক‌তের কা‌ছে দু:খ প্রকাশ ক‌রে‌ছেন ‌বি‌সি‌বির প্রধান নির্বাচক  ◈ ভারত সরকারকে আম উপহার পাঠাল বাংলাদেশ ◈ পুলিশের ঊর্ধ্বতন ১৬ কর্মকর্তা বদলি ◈ কল রেকর্ড ট্রেলার মাত্র, অনেক কিছু এখনো বাকি, অপেক্ষায় থাকুন: তাজুল ইসলাম ◈ জাতীয় নির্বাচনের সব প্রস্তুতি ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা : প্রেস সচিব

প্রকাশিত : ০২ মে, ২০২০, ০৭:০৫ সকাল
আপডেট : ০২ মে, ২০২০, ০৭:০৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ফটিকছড়িতে ছুরিকাঘাতে কিশোর নিহত, আটক-১

ওমর ফয়সাল : [২] চট্টগ্রামের ফটিকছড়িতে ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে দুই কিশোর গ্যাংয়ের মারামারির ঘটনায় ছুরিকাঘাতে নুরুল হক সাইমন (২০) নামে এক কিশোর নিহত হয়েছে। এ ঘটনায় সিফাত (১৯) ও মনছুর (২০) নামে আরও দুইজন গুরুতর আহত হয়েছে। নিহত সাইমন উপজেলার বক্তপুর ইউনিয়নের হাজী সিদ্দিক আহাম্মদ সওদাগর বাড়ির জনৈক আবসারের ছেলে। শুক্রবার (১লা মে) দুপুর ২টার দিকে উপজেলার নানুপুর আবু সোবহান উচ্চ বিদ্যালয় সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

[৩] স্থানীয়রা জানান, ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে দুই কিশোর গ্যাংয়ের মধ্যে মারামারির ঘটনা ঘটে। এতে প্রতিপক্ষের ছুরিকাঘাতে সাইমনসহ তার দুইবন্ধু গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে নাজিরহাটস্থ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে তাদেরকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। পথিমধ্যে সাইমনের মৃত্যু হয়। আহত দু'জনের অবস্থাও আশঙ্কাজনক বলে জানাগেছে।

[৪] এদিকে, ঘটনাস্থল থেকে ছুরিকাঘাতকারী মাহফুজুল রানাকে (২০) আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে উত্তেজিত জনতা। এ ঘটনায় এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে।

[৫] এ ব্যাপারে ফটিকছড়ি থানার ওসি বাবুল আকতার বলেন, দু’পক্ষের মারামারির ঘটনায় এক কিশোর নিহত হয়েছে। এ ঘটনায় মাহফুজুল রানা নামে একজনকে আটক করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। মামলার প্রক্রিয়া চলছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে বলে জানান ওসি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়