শিরোনাম
◈ ভুটানের রাজার সঙ্গে থিম্পু পৌঁছেছেন তথ্য প্রতিমন্ত্রী ◈ চট্টগ্রামের জুতার কারখানার আগুন নিয়ন্ত্রণে ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত : ০২ মে, ২০২০, ০৭:১৯ সকাল
আপডেট : ০২ মে, ২০২০, ০৭:১৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] জ্বর, কাশি, গলাব্যথা ও শ্বাসকষ্ট নেই দেশে এমন ৮০০ জনের করোনা শনাক্ত

মাজহারুল ইসলাম : [২] এইসব ব্যক্তির মধ্যে করোনার কোনও লক্ষণ বা উপসর্গ নেই। এখন পর্যন্ত তারা সুস্থ আছেন। শুক্রবার দুপুরে করোনা ভাইরাস পরিস্থিতি নিয়ে নিয়মিত বুলেটিনে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এ তথ্য জানিয়েছেন।

[৩] ডা. নাসিমা বলেন, করোনা রোগীকে সুস্থ বলতে গেলে পরপর ২টি নমুনা টেস্টে নেগেটিভ আসতে হয়। কারো কারো এখনো একটি টেস্ট হয়নি। কারো কারো একটি টেস্ট হয়েছে। এই পর্যায়ে আছে। তবে ওই ৮০০ জনের কারও মধ্যেই কোনও লক্ষণ বা উপসর্গ নেই। কোভিড-১৯ আক্রান্ত ব্যক্তির মধ্যে ৮০ শতাংশ মানুষের মৃদু সংক্রমণ হয়। তাদের লক্ষণ ও উপসর্গগুলো মৃদু থাকে। মাত্র ৩ থেকে ৫ শতাংশ মানুষের লক্ষণ ও উপসর্গ ব্যাপক আকারে প্রকাশ পায়। তখন তাদের ক্ষেত্রে হাসপাতাল ও আইসিইউ সাপোর্ট লাগে। তিনি বলেন, যারা কোয়ারেন্টাইনে আছেন তারা কোনও অসুস্থ রোগী না। তারা পজিটিভ রোগীর কাছাকাছি এসেছে। তাই তাদের কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। তারা অসুস্থ না।

[৪] অধ্যাপক ডা. নাসিমা সুলতানা দেশবাসীর প্রতি বিশেষ অনুরোধ জানিয়ে বলেন, আমাদের সামাজিকভাবে কমিউনিটি ট্রান্সমিশন চলছে। এটা সামাজিকভাবে সংক্রমিত হচ্ছে। কেউ কোভিড-১৯ আক্রান্ত হলে তাকে যেনো আমরা হেয় না করি। কারণ যারা কোভিড-১৯ আক্রান্ত, তারা কেউ দোষী নয়। যে কোনও অসুখের মতো এটাও একটা অসুখ। এটা সময়ের সঙ্গে সঙ্গে সুস্থ হয়। আজ যার নেগেটিভ আছে, কাল তার পজিটিভ যে হবে না, এটার কোনও গ্যারান্টি নেই। কারণ আমরা স্বাস্থ্যবিধি শারীরিক দূরত্ব মেনে চলছি না। সবাইকে মানবিক আচরণ করার বিনীত আবেদন জানাচ্ছি। যুগান্তর, বিডিপ্রতিদিন, বাংলানিউজ২৪

  • সর্বশেষ
  • জনপ্রিয়