শিরোনাম
◈ চট্টগ্রামে জুতার কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ১২ ইউনিট ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী

প্রকাশিত : ০২ মে, ২০২০, ০৬:২১ সকাল
আপডেট : ০২ মে, ২০২০, ০৬:২১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] করোনা ভাইরাস মানুষের তৈরি নয়, জিনগতভাবে এর পরিবর্তন ঘটানো হয়নি

মাজহারুল ইসলাম : [২] এক বিবৃতিতে আমেরিকার ডিরেক্টর অব ন্যাশনাল ইন্টেলিজেন্স বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছে। মার্কিন এই গোয়েন্দা বিভাগ জানায়, বিজ্ঞানসম্মতভাবে ভাইরাসটি নিয়ে তথ্য সংগ্রহ করার পর, জানা গেছে কভিড-১৯ মানুষের তৈরি নয়।

[৩] গত বছর ডিসেম্বরে উহান থেকে সারাবিশ্বে ছড়িয়ে পড়া এই মারণ ভাইরাস নিয়ে শুরুতেই চীনের বিরুদ্ধে অভিযোগ তুলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরজন্য চীনকে বিপুল অংকের ক্ষতিপূরণ দিতে হবে বলেও তিনি হুমকি দিয়েছেন। ট্রাম্পের সেই বক্তব্যের পর মার্কিন গোয়েন্দা বিভাগই এমন তথ্য তুলে ধরলো।

[৪] ট্রাম্প বলেছিলেন, বেইজিং ভাইরাসটি নিয়ে তথ্য গোপন করেছে। যার জেরে গোটা বিশ্বে ৩২ লাখ মানুষ আক্রান্ত হয়েছেন। মৃত্যু হয়েছে ২ লক্ষ ২৭ হাজার মানুষের। এবং এর জন্য সম্পূর্ণ দায়ী চীন।

[৫] করোনা ভাইরাস ব্যপকহারে ছড়ানোর পর পরই জল্পনা ছড়ায়, এটি মানুষের তৈরি। গত ৮ এপ্রিল প্রকাশিত পিউ রিসার্চ সেন্টারের এক সমীক্ষায় দেখা গেছে, ২৯ শতাংশ মার্কিন নাগরিক বিশ্বাস করেন ভাইরাসটি ল্যাবরেটরিতে তৈরি করা হয়েছে। যদিও সেই দাবির পক্ষে জোরালো কোনো প্রমাণ এখনো পর্যন্ত মেলেনি।

[৬] আমেরিকার অফিস অব দ্য ডিরেক্টর অব ন্যাশনাল ইন্টেলিজেন্স জানায়, মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো এতদিন ধরে তদন্ত করে এই সিদ্ধান্তে এসেছে। তবে ভবিষ্যতেও গোয়েন্দারা এই ভাইরাসের উৎস নিয়ে তদন্ত করে যাবেন বলে জানানো হয়েছে। ফরেনপলিসি’র সূত্র থেকে, কালেরকণ্ঠ

  • সর্বশেষ
  • জনপ্রিয়