শিরোনাম
◈ ভুটানের রাজার সঙ্গে থিম্পু পৌঁছেছেন তথ্য প্রতিমন্ত্রী ◈ চট্টগ্রামের জুতার কারখানার আগুন নিয়ন্ত্রণে ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত : ০২ মে, ২০২০, ০৫:৪২ সকাল
আপডেট : ০২ মে, ২০২০, ০৫:৪২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] নৈতিক অনুমোদন পাবার পর পারফরমেন্স ট্রায়ালে যাবে গণস্বাস্থ্যের কিট : বিএমআরসি

শিমুল মাহমুদ : [২] বাংলাদেশ চিকিৎসা গবেষণা পরিষদের পরিচালক ডা. মাহমুদ-উজ-জামান জানান, নতুন গবেষণা বা আবিষ্কার মানুষের কতটা উপকারে আসবে তা নিশ্চিত করে ন্যাশনাল ইথিক্স কমিটি। নিয়ম অনুযায়ী বিএমআরসি’র ইথিক্যাল অ্যাপ্রুভাল ছাড়া কোনো ট্রায়াল হয় না। অ্যাপ্রুভাল পাবার পর কার্যকারিতা পরীক্ষা করতে হয়।

[৩] তিনি বলেন, নৈতিক অনুমতি পাওয়ার জন্য উদ্ভাবক প্রতিষ্ঠানের উদ্দেশ্য, প্রয়োগ ও পদ্ধতি জানিয়ে প্রটোকল সাবমিট করতে হয় বিএমআরসিতে।

[৪] ডা. জামান বলেন, গেল বুধবার গণস্বাস্থ্য এ প্রটোকল সাবমিট করলেও যথেষ্ট তথ্য-উপাথ্য না থাকায় ফুলফিল করতে বলা হয়। পরে তা চলে যায় পুনঃমূল্যায়নকারীদের কাছে। তারা দুুই দিনের মধ্যে মন্তব্য পাঠালে সেটি পাঠানো হয় গণস্বাস্থ্যকে।

[৫] তিনি জানান, এখন গণস্বাস্থ্যের কাজ হবে মন্তব্যের জবাব দেয়া এবং প্রটোকল আপডেট করে সাবমিট করা। পরে আবার পুনঃমূল্যায়নকারীদের কাছে পাঠানো হবে। তারা সন্তুষ্ট হলে সেটি যাবে ন্যাশনাল ইথিক্স কমিটিতে। সেখানে মূল্যায়ন শেষে চ‚ড়ান্ত অনুমোদন।

[৬] বিএসএমএমইউ পরিচালক অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া জানান, গণস্বাস্থ্য কিটের কার্যকারিতা পরীক্ষার জন্য অনুরোধ জানিয়েছে। তবে বিএমআরসির সঙ্গে আমাদের কোনো কথা হয়নি। যারা এ কাজ করবেন তাদের একটা কমিটি করে দেয়া হবে শনিবার। কমিটির সদস্যদের সঙ্গে আলোচনা শেষে সিদ্ধান্ত জানানো হবে।
[৭] ডা. জাফরুল্লাহ বলেন, বিএমআরসি আমাদের কাছে যে মন্তব্য জানতে চেয়েছে আমরা সেটি আগামীকালের মধ্যে পাঠাবো এবং প্রটোকল আপডেট করে দিবো। সম্পাদনা : রায়হান রাজীব

  • সর্বশেষ
  • জনপ্রিয়