শিরোনাম
◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন ◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও) ◈ ভেটোর তীব্র নিন্দা,মার্কিন নীতি আন্তর্জাতিক আইনের নির্লজ্জ লংঘন : ফিলিস্তিন ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক

প্রকাশিত : ০২ মে, ২০২০, ০২:৫১ রাত
আপডেট : ০২ মে, ২০২০, ০২:৫১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আগামী সপ্তাহেই নিয়োগ পাচ্ছেন ২ হাজার ডাক্তার ও ৫ হাজার ৫৪ জন নার্স

আনিস তপন: [২] করোনা সংকট মোকাবেলায় জরুরি ভিত্তিতে ২ হাজার ডাক্তার ও ৫ হাজার ৫৪ জন নার্স নিয়োগ প্রক্রিয়া শেষ করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

[৩] এসব ডাক্তার ও নার্স প্রথমে অস্থায়ীভাবে নিয়োগ পেলেও পরবর্তীতে তাদের স্থায়ী নিয়োগ দিবে সরকার। সংশ্লিষ্ট একাধিক সূত্রে জানা গেছে এ তথ্য।

[৪] এ প্রসঙ্গে বাংলাদেশ কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যান ড. মোহাম্মদ সাদিক এই প্রতিবেদককে বলেন, নতুন ডাক্তার ও নার্স নিয়োগের বিষয়ে আমাদের প্রস্তাব সুপারিশ আকারে পাঠিয়ে দেয়া হয়েছে। গত বৃহস্পতিবার পিএসসি ক্যাডার পদে ২ হাজার ডাক্তার (সহকারি সার্জন) ও পাঁচ হাজার ৫৪ জন নার্সের তালিকা পাঠিয়ে দিয়েছে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে। এখন তারা সিদ্ধান্ত নিবে। তিনি আরো বলেন, ক্যাডার সার্ভিসে স্বাভাবিক যেভাবে নিয়োগ হয়, এক্ষেত্রেও তাই হবে। যে কোনো নিয়োগ প্রথমে অস্থায়ী হিসেবে যোগদান করার দুই বছর পর স্বাভাবিক প্রক্রিয়াতেই এসব ডাক্তার ও নার্সের নিয়োগ স্থায়ী করা হবে।

[৫] জনপ্রশাসন সচিব শেখ ইউসুফ হারুন বলেন, আগামী সপ্তাহেই নতুন ডাক্তার, নার্সদের নিয়োগ পত্র দেয়া হবে।

[৬] স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মো. আসাদুল ইসলাম জানান, নিয়োগের পর তাদের প্রশিক্ষণ দেয়া হবে। তাদের জন্য এখন ৮ থেকে ১০ দিন প্রশিক্ষণের একটি সিলেবাস তৈরির কাজ চলছে। তাছাড়া নিয়োগের পরপরই জরুরি ভিত্তিতে তাদের পদায়ন করা হবে।

[৭] পদায়নের বিষয়ে জানতে চাইলে স্বাস্থ্য সেবা বিভাগের অতিরিক্ত সচিব (প্রশাসন) মো. হাবিবুর রহমান খান বলেন, তাদের করোনা চিকিৎসা দেয়ার জন্য একটা ফাউণ্ডেশন প্রশিক্ষণ দেয়া হবে। তবে নিয়োগের পর পরই তারা কাজ শুরু করতে পারবেন। এর মধ্যে প্রশিক্ষণও নিতে হবে। সারাদেশে ১১০টি করোনা চিকিৎসার জন্য হাসপাতাল তৈরি করা হয়েছে। নতুন নিয়োগ পাওয়া ডাক্তার ও নার্সদের এসব হাসপাতালে প্রয়োজন অনুযায়ী পদায়ন করা হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়