শিরোনাম
◈ ভিত্তিহীন মামলায় বিরোধী নেতাকর্মীদের নাজেহাল করা হচ্ছে: মির্জা ফখরুল ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অপরাধের কারণেই বিএনপি নেতা-কর্মীদের  বিরুদ্ধে মামলা হয়েছে: প্রধানমন্ত্রী  ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৩ ডিগ্রি, হিট এলার্ট জারি  ◈ ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে ◈ ইরানে ইসরায়েলের হামলার খবরে বিশ্বজুড়ে উত্তেজনা, তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক ◈ বিমানবন্দরের থার্ড টার্মিনালের বাউন্ডারি ভেঙে বাস ঢু‌কে প্রকৌশলী নিহত ◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন ◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও)

প্রকাশিত : ০২ মে, ২০২০, ০২:৪১ রাত
আপডেট : ০২ মে, ২০২০, ০২:৪১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সারাদেশে ৬৭৭ পুলিশ সদস্যের করোনা শনাক্ত

সুজন কৈরী: [২] এর মধ্যে গত ২৪ ঘণ্টায় ১৪১ জন পুলিশ সদস্য করোনা শনাক্ত হয়েছেন। বৃহস্পতিবার পর্যন্ত আক্রান্ত সদস্যের সংখ্যা ছিল ৫৩৬।

[৩] পুলিশ সদর দপ্তর সূত্র জানায়, শুক্রবার দুপুর পর্যন্ত সারা দেশে পুলিশের ১ হাজার ২২৫ জন সদস্যকে কোয়ারেন্টিনে রাখা হয়েছে। আইসোলেশনে আছেন ১৭৪ জন।

[৪] ঢাকা মেট্রোপলিটন পুলিশে (ডিএমপি) বৃহস্পতিবার পর্যন্ত করোনা শনাক্ত ছিলেন ২৬০ জন। গত ২৪ ঘণ্টায় আরো ৬৮ সদস্য শনাক্ত হয়েছন। এ নিয়ে মোট সঙখ্যা দাড়ালো ৩২৮ জনে।

[৫] করোনা শনাক্ত হওয়া ৫২ জন পুলিশ সদস্যকে সুস্থ ঘোষণা করা হয়েছে।

[৬] এদিকে করোনায় আক্রান্ত হয়ে শুক্রবার পর্যন্ত ৪ পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।

[৭] পুলিশ বলছে, যে কোনো সমাবেশ ও লোকসমাগমে আইনি ব্যবস্থা, অপরাধ দমন, আসামী গেপ্তার ও আদালতে পাঠানো, মানুষের বেঁচে থাকার জন্য আবশ্যিক খাদ্য ওষুধ ও অন্যান্য জরুরী সেবার সঙ্গে যুক্ত ব্যবসা প্রতিষ্ঠান ও ব্যক্তিকে নিরাপত্তা দেয়া, দ্রব্য সামগ্রীর মূল্য নিয়ন্ত্রন, মজুতদারি ও কালো বাজারি রোধ, সরকারি ত্রান ও টিসিবির পণ্য বিতরণে অনিয়মের ক্ষেত্রে কঠোর ব্যবস্থা গ্রহণ, সামাজিক দূরত্ব বাস্তবায়ন, খোলা স্থানে বাজার স্থানান্তরসহ নানা কার্যক্রম চালাচ্ছে পুলিশ। এসব কাজ করতে গিয়ে পুলিশের সদস্যদের সাধারণ মানুষের সুরক্ষায় জেনে শুনেই জীবনের ঝুঁকি নিতে হয়েছে এবং হচ্ছে। যেহেতু করোনা বিস্তার রোধে পুলিশকে প্রতিটি কাজেই মানুষের খুব কাছে যেতে হয়, মিশতে হয়, তাই নিজের অজান্তেই করোনায় আক্রান্ত হচ্ছেন পুলিশের কোনো কোনো সদস্য।

[৫] বিশ্ব জুড়েই সুরক্ষা সামগ্রীর ব্যাপক চাহিদা রয়েছে। বাংলাদেশও এই বাস্তবতা থেকে দূরে নয়। দুই লাখের বেশি সদস্যের একটি বড় অংশ সরাসরি মাঠে থেকে করোনার বিস্তাররোধে কাজ করছেন। তাদের প্রয়োজনীয় সুরক্ষা সামগ্রী সরবরাহ করা হয়েছে এবং হচ্ছে।

[৬] পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া এন্ড পিআর) সোহেল রানা বলেন, করোনাসংক্রমণ থেকে জনসাধারণকে সুরক্ষিত রাখতে পুলিশ যে দায়িত্ব পালন করে, তা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। জীবনের ঝুঁকি থাকার বিষয়ে জানার পরও সাধারণ মানুষের প্রতি মমত্ববোধ ও দেশ ও জনগণের প্রতি কমিন্টমেন্টের জায়গা থেকে পুলিশ সদস্যরা নিরলস পরিশ্রম করছেন। ইতিমধ্যে আমাদের বেশ কয়েকশ সদস্য করোনায় আক্রান্ত হযেছেন। চারজন সদস্য দেশের জন্য আত্মহুতি দিয়েছেন। আমরা তাদের জন্য গর্বিত। বাংলাদেশ পুলিশের সদস্যরা আমাদের এই ত্যাগ ও শোককে শক্তিকে পরিণত করে সাধারণ মানুষের পাশে থেকে নিরন্তর সেবা দিচ্ছেন।

[৭] এদিকে রাজারবাগে কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে জরুরি ভিত্তিতে ৩০ জন মেডিকেল অফিসার সংযুক্তির নির্দেশ দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরকে এই নির্দেশ দেয়া হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়