শিরোনাম
◈ প্রাথমিক স্কুলে অ্যাসেম্বলি বন্ধ রাখার নির্দেশ ◈ গাজায় নিহতের সংখ্যা ৩৪ হাজার ছাড়াল ◈ পাগলা মসজিদের দানবাক্সে এবার ২৭ বস্তা টাকা, গণনা চলছে ◈ সাতক্ষীরায় এমপি দোলনের গাড়িতে হামলা ◈ চুয়াডাঙ্গার পরিস্থিতি এখন মরুভূমির মতো, তাপমাত্রা ৪১ দশমিক  ৫ ডিগ্রি ◈ ফরিদপুরে পঞ্চপল্লীতে গণপিটুনিতে ২ ভাই নিহতের ঘটনায় গ্রেপ্তার ১ ◈ মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশি: পররাষ্ট্রমন্ত্রী ◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা

প্রকাশিত : ০২ মে, ২০২০, ০২:১৬ রাত
আপডেট : ০২ মে, ২০২০, ০২:১৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] দেশের ৪২ জেলা লকডাউন, আংশিক লকডাউন ২০ জেলা

লাইজুল ইসলাম : [২] স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুমের সহকারী পরিচালক ডা. আয়শা আক্তার বলেন, দেশের প্রায় সব জেলাতেই করোনা সংক্রমিত রোগি পাওয়া গেছে। এই পরিস্থিতিতে দেশের কোনা জেলা সম্পূর্ণ ও আশিংক লকডাউন তা সবারই জানা দরকার। সেই জন্য পুরোটাকে একটি পূর্ণাঙ্গ তালিকা করে দেওয়া হলো।

[৩] আয়শা আক্তার বলেন, পূর্ণাঙ্গ লকডাউন তালিকায় ঢাকা বিভাগের মধ্যে রয়েছে ১০টি জেলা। ঢাকার লকডাউন জেলাগুলো গাজীপুর, গোপালগঞ্জ, কিশোরগঞ্জ, মাদারীপুর, নারায়নগঞ্জ, নরসিংদী, রাজবাড়ী, শরিয়তপুর, টাঙ্গাইল ও মুন্সিগঞ্জ।

[৪] কন্ট্রোলরুমের সহকারী পরিচালক বলেন, ময়মনসিংহ বিভাগের ময়মনসিংহ, নেত্রকোনা, জামালপুর ও শেরপুর। চট্টগ্রামের কক্সবাজার, নোয়াখালী, লক্ষীপুর, চাঁদপুর, কুমিল্লা ও ব্রাহ্মনবাড়ীয়া। রাজশাহী বিভাগের রাজশাহী, নওগাঁ, জয়পুরহাট ও বগুড়া। রংপুর বিভাগের রংপুর, গাইবান্ধা, লালমনিরহাট, নীলফামারী, দিনাজপুর, ঠাকুরগাঁও ও পঞ্চগড়। খুলনা বিভাগের যশোর, চুয়াডাঙ্গা ও নড়াইল। বরিশাল বিভাগের বরিশাল, পটুয়াখালী, বরগুনা ও পিরোজপুর। সিলেট বিভাগের সিলেট, হবিগঞ্জ, সুনামগঞ্জ ও মৌলভীবাজার।

[৫] আংশিক লকডাউনে এগিয়ে আছে খুলনা বিভাগ। এখানে সাতটি জেলা আংশিক লকডাউন করা হয়েছে। এতে আছে খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা, ঝিনাইদাহ, মাগুরা, মেহেরপুর ও কুষ্ঠিয়। ঢাকা বিভাগে ঢাকা, ফরিদপুর ও মানিকগঞ্জ। চট্টগ্রাম বিভাগে চট্টগ্রাম, বান্দরবান ও ফেনী। রাজশাহী বিভাগের পাবনা,নাটোর, চাপাইনবাবগঞ্জ ও সিরাজগঞ্জ। রংপুর বিভাগের শুধু কুঁড়িগ্রাম। বরিশালের ভোলা ও ঝালকাঠি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়