শিরোনাম
◈ ঝালকাঠিতে ট্রাকচাপায় নিহতদের ৬ জন একই পরিবারের ◈ গাজীপুরের টঙ্গি বাজারে আলুর গুদামে আগুন ◈ রাজনৈতিক বিশ্লেষক মনোয়ারুল হক মারা গেছেন ◈ ভারতের পররাষ্ট্র সচিব শনিবার ঢাকা আসছেন ◈ দুই এক পশলা বৃষ্টি হলেও তাপদাহ আরো তীব্র হতে পারে  ◈ এথেন্স সম্মেলন: দায়িত্বশীল ও টেকসই সমুদ্র ব্যবস্থাপনায় সম্মিলিত প্রয়াসের আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর ◈ কেএনএফ চাইলে আবারও আলোচনায় বসার সুযোগ দেওয়া হবে: র‌্যাবের ডিজি ◈ ওবায়দুল কাদেরের হৃদয় দুর্বল, তাই বেশি অবান্তর কথা বলেন: রিজভী ◈ মধ্যপ্রাচ্যের পরিস্থিতি বিবেচনায় প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী ◈ বাংলাদেশ সংকট থেকে ঘুরে দাঁড়াতে শুরু করেছে: অর্থমন্ত্রী

প্রকাশিত : ০২ মে, ২০২০, ০২:০১ রাত
আপডেট : ০২ মে, ২০২০, ০২:০১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] প্রচার ছাড়াই বিশেষ ‘পার্সেল স্পেশাল’ ট্রেন, পর্যাপ্ত পণ্য না পাওয়া গেলেও আশাহত নয় কর্তৃপক্ষ

কিশোর সরকার: [২] শুক্রবার চট্টগ্রাম ও দেওয়াণগঞ্জ থেকে অল্প কিছু মালামাল নিয়ে এ পার্সেল স্পেশাল ট্রেন যাত্রা শুরু করেছে। তবে কোন পণ্য না পাওয়ায় খুলনা-ঢাকা ট্রেনটি চালায়নি রেল কর্তৃপক্ষ।

[৩] করোনার কারণে গণপরিবহন বন্ধ থাকায় শাক-সবজি-ফলমূল, মাছ, মুরুগীসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি পরিবহনের জন্য ৩০ এপ্রিল রেলওয়ে অধিদপ্তর ঘোষণা দেয় এ পার্সেল স্পেশাল ট্রেন চলানোর।

[৪] এ ব্যাপারে রেলওয়ে অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক(অপারেশন) মিয়াজাহান বলেন, চট্গ্রামের ট্রেনটি সীতাকুন্ড, কুমল্লিা, লাকসাম, আখাউরা, ভৈরব, রায়পুরা ও দেওয়ানগঞ্জের ট্রেনটি জামালপুর, ময়মনসিংসহ গুরুত্বপূর্ণ স্টেশনে বিরতি দিবে। এছাড়া কোন স্টেশনে নিত্য পণ্য থাকলে আগে স্টেশন মাস্টার জানিয়ে দিলে ট্রেন থামিয়ে তা আনা হবে। ট্রেনের বিষয়টি জানাজানি হলে পণ্য পরিবহন বাড়বে বলে জানান তিনি।

[৫] প্রতিদিন চট্টগ্রাম থেকে সকাল ১০টায় এবং দেওয়ানগঞ্জ থেকে সন্ধ্যা ৭টায় ঢাকার উদ্দেশ্যে ছেড়বে। এছাড়া খুলনা থেকে শুক্র, রবি ও মঙ্গলবার ৪টা ৪৫ মিনিটে ছেড়ে যশোরসহ গুরুত্বপূর্ণ স্টেশন হয়ে ঢাকা আসবে। ঢাকা থেকে রাত ৪টায় ট্রেনটি শনি, সোম ও বুধবার খুলনা যাবে।

৬] করোনাভাইরাস সংক্রমণ ঠেকাতে গত ২৫ মার্চ থেকে সব ধরনের যাত্রীবাহী ট্রেন চলাচল বন্ধ করে দেয় সরকার। তবে কিছু মালবাহী ও কর্মকর্তা-কর্মচারীদের বেতন ও পেনশন দেয়ার জন্য স্যালারী স্পেশাল ট্রেন চালু আছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়