শিরোনাম

প্রকাশিত : ০২ মে, ২০২০, ০১:৫৪ রাত
আপডেট : ০২ মে, ২০২০, ০১:৫৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কেনার মধ্যেও চিনি ও বিভিন্ন প্লাস্টিক পণ্যে অতিরিক্ত শুল্ক আদায়ের দাবি ব্যবসায়ীদের

তিমির চক্রবর্ত্তী: [২] দেশের চিনি, পেট রেজিন, পেট ফিল্ম ও বিভিন্ন প্লাস্টিক ব্যবসায়ীরা বলেন, আন্তর্জাতিক বাজারে দাম কমলেও এই পণ্যে বাড়তি মূল্য ধরে শুল্ক আদায় করছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। যমুনা টিভি

[৩] এ বিষয়ে বাংলাদেশ প্লাস্টিক দ্রব্য প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিপিজিএমইএ) সভাপতি জসিম উদ্দিন বলেন, পেট রেজিন ও পেট ফিল্মের ওপর বর্তমানে যে ট্যারিফ মূল্য রয়েছে, আন্তর্জাতিক বাজারে তার থেকে মূল্য কম। শুধু পেট না, অনেক কিছুর ট্যারিফ মূল্য আন্তর্জাতিক বাজারের থেকে বেশি।

[৪] তিনি আরও বলেন, এগুলোর বাজার মূল্য নির্ভর করে তেলের দামের ওপর। যেহেতু তেলের দাম কমে গেছে, সেহেতু এগুলো দামও কমেছে। আমরা ইতোমধ্যে এনবিআরকে চিঠি দিয়েছি, যেন এসব পণ্যের ট্যারিফ মূল্য রেফারেন্স ভ্যালুতে না ধরে বাজার মূল্যে ধরা হয়।

[৫] সিটি গ্রুপের মহাব্যবস্থাপক বিশ্বজিৎ সাহা বলেন, দীর্ঘদিন ধরেই ট্যারিফ মূল্যের কারণে আমাদের বাড়তি শুল্ক দিতে হচ্ছে। ট্যারিফ মূল্য সমন্বয়ের জন্য কয়েক দফা দাবি জানানো হলেও কাজ হয়নি। দুই বছর ধরে আমরা বাড়তি শুল্ক দিয়ে আসছি। এখন করোনার কারণে ব্যবসার অবস্থা খুব্ই খারাপ। এ বিষয়ে সরকারের কাছে আমরা প্রনোদনা আশা করছি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়