শিরোনাম
◈ কিছুটা কমেছে পেঁয়াজ ও সবজির দাম, বেড়েছে আলুর ◈ দেশের ৯২ শতাংশ মানুষ দ্বিতীয় কোনো ভাষা জানেন না, সময় এসেছে তৃতীয় ভাষার ◈ ভুটানের রাজার সঙ্গে থিম্পু পৌঁছেছেন তথ্য প্রতিমন্ত্রী ◈ চট্টগ্রামের জুতার কারখানার আগুন নিয়ন্ত্রণে ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫

প্রকাশিত : ০২ মে, ২০২০, ১২:১১ দুপুর
আপডেট : ০২ মে, ২০২০, ১২:১১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মে দিবসে কাজ করানোয় চলচিত্র নায়ক অনন্ত জলিলের কারখানায় শ্রমিকদের বিক্ষোভ

এম এ হালিম, সাভার : [২] মহান মে দিবসেও সাভারে শ্রমিকদের হাজিরা কাটার ভয় দেখিয়ে কাজে যোগ দিতে বাধ্য করার অভিযোগ তুলে বিক্ষোভ করেছে অভিনেতা অনন্ত জলিলের মালিকানাধীন এজেআই গ্রুপের তৈরী পোশাক কারখানার কয়েক হাজার শ্রমিক।

[৩] পরে শুক্রবার দুপুরের দিকে বিক্ষোদ্ধ শ্রমিকরা একযোগে কারখানা থেকে বের হয়ে ঢাকা-মানিকগঞ্জ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। শুক্রবার দুপুরে সাভারের হেমায়েতপুর এলাকায় এ শ্রমিক বিক্ষোভে ঘটনা ঘটেছে। বিক্ষোদ্ধ শ্রমিকরা জানায়, তিন দিনের হাজিরা কাটার ভয় দেখিয়ে শুক্রবার মহান মে দিবসের সরকারি ছুটির দিনেও তাদেরকে কাজে যোগদান করতে বাধ্য করেছে কতৃপক্ষ। কিন্তু কারখানায় কাজে যোগদেয়ার পর তারা একত্রিত হয়ে এ ঘটনার প্রতিবাদ জানিয়ে কর্মবিরতী পালন করেন।

[৪] বিষয়টি জানতে পেরে স্থানীয় গণমাধ্যমকর্মীরা ঘটনাস্থলে সংবাদ সংগ্রহ করতে গেলে বিক্ষোদ্ধ শ্রমিকরা একযোগে কারখানা থেকে বের হয়ে ঢাকা-মানিকগঞ্জ সড়কে অবস্থান নেয়।এসময় শ্রমিকরা ক্যামেরার সামনে বিভিন্ন অভিযোগ তুলে ধরলে কারখানাটির মালিক অভিনেতা অনন্ত জলিলের পক্ষে অবস্থান নিয়ে আরেকদল শ্রমিক লাঠিসোঠা নিয়ে শ্রমিকদের উপর হামলা চালায় এবং বেশ কয়েকজন সংবাদ কর্মীকে লাঞ্ছিত করেন।এঘটনায় শ্রমিকদের দুই পক্ষের সংঘর্ষ এবং ধাওয়া পাল্টা ধাওয়ায় পুরো এলাকা রণক্ষেত্রে পরিনত হয়। খবর পেয়ে ট্যানারি পুলিশ ফাঁড়ির ইনচার্জ জাহিদুল ইসলাম ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

[৫] কারখানা খোলা রাখার বিষয়ে এজেআই গ্রুপের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক অভিনেতা অনন্ত জলিলের সঙ্গে মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা হলেও তিনি ফোন ধরেন নি।

[৬] তবে এজেআই গ্রুপের প্রধান মানব সম্পদ কর্মকর্তা জাহিদুল হাসান মীর জানান, করোনা ভাইরাসে ব্যক্তিগত সুরক্ষা সামগ্রী (পিপিই) তৈরির জন্য শ্রমিকদেরকে শুক্রবার কারখানায় আসতে বলা হয়। পরবর্তীতে শ্রমিকরা কাজ করতে না চাওয়ায় কারখানায় ছুটি ঘোষণা করা হয়।

[৭] জাহিদুল হাসান মীরের এমন বক্তব্যকে মিথ্যা বলে দাবি করে বিক্ষোদ্ধ শ্রমিকরা অভিযোগ বলেন, সব মিথ্যা কথা। আপনারা কারখানার ভেতরে গিয়ে দেখেন পিপিই নয় আমাদের দিয়ে গেঞ্জি ও প্যান্ট বানানো হচ্ছিলো। কিন্তু বিষয়টির সত্যতা যাচাই করলে কারখানার ভেতরে প্রবেশ করতে চাইলে বাঁধা প্রদান করে নিরাপত্তাকর্মীরা।

[৮] বিক্ষুদ্ধ একাধিক শ্রমিক অভিযোগ করেন, শিল্পাঞ্চলের অন্যান্য কারখানা খোলার আগেই গত ২১ এপ্রিল অভিনেতা অন্তত জলিলের মালিকানাধীন এজেআই গ্রুপের কারখানাটি খুলে দেয় কর্তৃপক্ষ। এখানে আমাদেরকে স্বাস্থ্যকর কোনো মাস্ক দেয়া হয়নি এবং সাবানের পরিবর্তে হুইল পাউডারের পানি দিয়ে হাত ধোয়ানো হয়। এছাড়া বাইরে থেকে কেউ যেন কারখানা খোলা বুঝতে না পারে সেজন্যে শ্রমিকদেরকে পেছনের ফটক দিয়ে কারখানায় প্রবেশ করা হয়।

[৯] মে দিবসেও কারখানা খোলা রাখার বিষয়টি নিশ্চিত করেছেন শিল্পপুলিশ সাভার জোনের সিনিয়র সহকারী পুলিশ সুপার মোহাম্মদ আরিফ। তিনি বলেন, কেবল এজেআই গ্রুপই নয়,আজকে এ শিল্পাঞ্চলে আরো ৫টি কারখানা খোলা রাখা হয়েছে। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়