শিরোনাম
◈ যুক্তরাষ্ট্র সরে এলে বিশ্বরাজনীতিতে নেতৃত্ব দেবে কে: বাইডেন ◈ মিয়ানমার সেনাসহ ২৮৮ জনকে ফেরত পাঠালো বিজিবি ◈ উপজেলা নির্বাচনে অংশ নেওয়ায় বিএনপির ৬৪ নেতাকে কারণ দর্শানোর নোটিশ ◈ বর্ধিত ভাড়ায় ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু ◈ বাড়ছে না শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি ◈ মা হিসেবে পূর্ণ অভিভাবকত্ব পেয়ে দেশের ইতিহাসে নাম লেখালেন অভিনেত্রী বাঁধন ◈ আরও তিন মামলায় জামিন পেলেন মামুনুল হক ◈ সাজেকে ট্রাক খাদে পড়ে নিহতের সংখ্যা বেড়ে ৯ ◈ তাপপ্রবাহে উচ্চ স্বাস্থ্য ঝুঁকিতে শিশুরা,  বাড়তি সতর্কতার পরামর্শ ইউনিসেফের ◈ মন্ত্রী ও এমপিদের নিকটাত্মীয়রা প্রার্থিতা প্রত্যাহার না করলে সময়মতো ব্যবস্থা নেওয়া হবে: ওবায়দুল কাদের 

প্রকাশিত : ০১ মে, ২০২০, ১১:৫৬ দুপুর
আপডেট : ০১ মে, ২০২০, ১১:৫৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] নবীগঞ্জে নারায়ণগঞ্জ ফেরত ৫ জনের শরীরে করোনা শনাক্ত

ছনি চৌধুরী,নবীগঞ্জ প্রতিনিধি: [২] শুক্রবার (১ মে) বিকেল ৫টায় নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও প.প কর্মকর্তা ডাঃ আব্দুস সামাদ ৫ জনের শরীরে করোনা ভাইরাস (কোভিড-১৯) শনাক্ত হওয়ার তথ্য নিশ্চিত করেছেন।

[৩] তিনি বলেন, গত ২৭ এপ্রিল নবীগঞ্জ থেকে ২০ জনের নমুনা সংগ্রহ করে পাঠানো হয়। এদের মধ্যে ৫জনের শরীরে করোনা পজেটিভ শনাক্ত হয়েছে।

[৪] জানা যায়, করোনাভাইরাস শনাক্ত হওয়া ৫ জনের মধ্যে নবীগঞ্জ উপজেলার বড় ভাকৈর (পশ্চিম) ইউনিয়নের সোনাপুর গ্রামের ৩জন, একই ইউনিয়নের জগন্নাথপুর গ্রামের ১ জন, করগাঁও ইউনিয়নের মাধবপুর গ্রামের ১জন।

[৫] এ ব্যাপারে নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা বিশ্বজিত কুমার পাল বলেন, আক্রান্ত ব্যক্তি সকলই পুরুষ। তিনি আরো বলেন, আক্রান্ত সবাই নারায়ণগঞ্জ ফেরত। তারা নারায়ণগঞ্জে বিভিন্ন পেশায় কর্মরত ছিলেন। গত ২৬ এপ্রিল রাতে নবীগঞ্জে আসলে প্রশাসন তাদের আটক করে কোয়ারেন্টাইনে রাখে এবং নমুনা পরীক্ষায় পাঠায়। তাদের মধ্যে ৪ জনকে বাড়িতে কোয়ারেন্টাইনে রাখা হয়।

[৬] এক জনকে স্থানীয় একটি স্কুলে কোয়ারেন্টাইনে রাখা হয়। নবীগঞ্জ উপজেলা থেকে এ পর্যন্ত ১৭৪ জনের নমুনা পরীক্ষায় পাঠানো হয়েছে। রিপোর্ট এসেছে ৩৪ জনের, এর মধ্যে শুক্রবার করোনা পজেটিভ এসেছে ৫ জনের। তাদেরকে বাড়িতে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়