শিরোনাম
◈ জিয়াউর রহমানের সময়ই দেশে বিভেদের রাজনীতির গোড়াপত্তন হয়: ওবায়দুল কাদের  ◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ড. ইউনূসকে নিয়ে শিক্ষামন্ত্রীর বক্তব্য দুঃখজনক: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল ◈ জনপ্রিয়তায় ট্রাম্পের কাছাকাছি বাইডেন

প্রকাশিত : ০১ মে, ২০২০, ০৭:২০ সকাল
আপডেট : ০১ মে, ২০২০, ০৭:২০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রাজশাহীর বাঘায় এক বোঁটায় ২৬টি লাউ !

মুসবা তিন্নি : [২] আলোচিত সেই লাউ গাছের এক বোঁটায় এত লাউ ধরার চাঞ্চল্যকর খবর পেয়ে গ্রামে প্রতিদিনই ভিড় বাড়ছে উৎসুক জনতার।

[৩] জানা গেছে, উপজেলার বাউসা মাঠপাড়া গ্রামের সাকবর আলীর বাড়ির পাশে লাগানো একটি লাউ গাছে এক বোঁটায় ছোট ২৬টি লাউ ধরেছে।

[৪] বৈজ্ঞানিক ব্যাখ্যার অনুসন্ধানের উদ্যোগ নিয়ে ইতিমধ্যে সেই দুই গ্রামের লাউগাছটি পরিদর্শন করেছেন উপজেলা কৃষি অফিসার শফিউল্লাহ সুলতান।

[৫] বাউসা মাঠপাড়া গ্রামের সাকবর আলীর বলেন, গত বছর স্থানীয় বাজার থেকে হাইব্রিড লাউয়ের বীজ এনে রোপণ করি। সেই গাছের লাউ থেকে বীজ সংগ্রহ করে আমার ছেলে সাগর আলীর স্ত্রী নীলা খাতুন গাছ রোপণ করে। সেই গাছে এক বোঁটায় ২৬টি লাউ ধরেছে।

[৬] উপজেলা কৃষি কর্মকর্তা শফিউল্লাহ সুলতান জানান, দুই পাতার দূরত্ব কমে যাওয়ায় হরমোনিক কারণে অল্প জায়গায় এমন গুচ্ছ লাউ ধরে থাকতে পারে। গাছটিতে নারী ফুলের সংখ্যা বেশি থাকার কারণ হতে পারে। তারা ওই বীজ থেকে গাছ রোপণ করে গবেষণা পরিচালনা করবেন। পরবর্তীকালে এমনটা হয় কিনা দেখার জন্য এর বীজ সংরক্ষণ করা হবে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়