শিরোনাম
◈ ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী: ওয়াশিংটনে অর্থমন্ত্রী ◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ ভিত্তিহীন মামলায় বিরোধী নেতাকর্মীদের নাজেহাল করা হচ্ছে: মির্জা ফখরুল ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অপরাধের কারণেই বিএনপি নেতা-কর্মীদের  বিরুদ্ধে মামলা হয়েছে: প্রধানমন্ত্রী  ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৩ ডিগ্রি, হিট এলার্ট জারি  ◈ ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে ◈ ইরানে ইসরায়েলের হামলার খবরে বিশ্বজুড়ে উত্তেজনা, তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক

প্রকাশিত : ০১ মে, ২০২০, ০২:১৩ রাত
আপডেট : ০১ মে, ২০২০, ০২:১৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শ্রেষ্ঠ মানুষ হওয়ার উপায়

মুহাম্মাদ আইয়ুব : ‘এমন জীবন করিবে গঠন মরিয়াও হাসিবে তুমি কাঁদিবে ভুবন’ । সারা বিশ্বেই এমন সুন্দর প্রবাদ প্রচলিত আছে। থাকলে কি হবে, কেউ কি এমন জীবন গঠন করতে চায়? সবার সামনে দুনিয়া উপার্জনের চিন্তা। এই চিন্তা মানুষকে অন্ধ করে রেখেছে।

গরীব, অভাবী মানুষের ত্রাণের চাল,তেল পর্যন্ত চুরি করে গুদামজাত করছে একশ্রেণির জনতার সেবক নামের রাক্ষসরা।

এই চোরের জীবন লাভ করে কবরে গেলেও তো শান্তি নেই। মরার পর এদের প্রশংসা তো দূরের কথা; ওপর থেকে আসবে গালি আর নিচ থেকে শুরু হবে ফেরেশতাদের শাস্তি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে রক্ষা করুন।

মানুষ যেমন সৃষ্টির সেরা, তার প্রতিটি কাজ-কর্ম ও এমন সেরা হওয়া চাই। আর তার প্রত্যেক কাজ সেরা প্রমাণিত করতে চাইলে তাকে অবশ্যই একটি গুণ অর্জন করতে হবে। গুণটা অর্জন করতে পারলেই সে স্বয়ং আপন সৃষ্টিকর্তার দৃষ্টিতেও সেরা মানুষ বলে বিবেচিত হবে ইনশাআল্লাহ।

কি সেই গুণ,যার বদৌলতে শ্রেষ্ঠ মানুষ হওয়া যায়?

আল্লাহর ভয়। হ্যাঁ! জীবনের প্রতিটা ক্ষেত্রে আল্লাহর ভয় অর্জন করা। যিনি মানবজাতি সৃষ্টি করেছেন তিনি আল কুরআনে তাদের শ্রেষ্ঠ হওয়ার উপায়ও বাতলে দিয়েছেন।

পবিত্র কুরআনে সুরা হুজুরাতে আল্লাহ পাক বলেন, নিশ্চয়ই আল্লাহ তাআ'লার নিকট তোমাদের মধ্যে সে ব্যক্তি অধিক সম্মানিত, যিনি তোমাদের মধ্যে সর্বাধিক আল্লাহভীরু। (সূরা হুজুরাত, আয়াত নং ১৩)

যে যত বিত্তশালী, যে যত বড় ক্ষমতাবান, যে যত বড় জ্ঞানী সে ততবেশি মর্যাদাবান এই নীতি মাটির দুনিয়ায় চলতে পারে আরশের অধিপতির কাছে এ সবের কোনো মূল্য নেই। মূল্য তো আছে তার যে রাতের আঁধারে ও আল্লাহকে ভয় পায়।

পবিত্র কুরআনের অসংখ্য আয়াতে আল্লাহ পাক তাঁকে ভয়ের কথা বলছেন অন্য কিছুর নয়। বিপদে পড়েও অনেকে আল্লাহকে ডাকে অথচ আমরা এখন এমন একটা মুহূর্ত আছি যে,আল্লাহর অনেক বান্দারা

করোনার এই দুর্যোগে করোনাকে প্রধান্য দিচ্ছে আল্লাহকে নয়। মুসলমানের জন্য এর থেকে লজ্জার আর কিছুই হতে পারে না। নাসার গবেষকেরা দুনিয়াবাসীকে সংবাদ দিয়েছে পৃথিবীর কাছ দিয়ে গৃহাণু ধেঁয়ে যাবে ২৯ এপ্রিল।

ক্ষতির আশংকা একদম উড়িয়ে দেয়া যাচ্ছে না। ব্যস! এতেই ফেসবুক, ইউটিউব গরম। না জানি এ দিন কি হয়! গৃহাণুর ভয়ে তুমি শেষ অথচ গৃহাণুর সৃষ্টিকর্তাকে তুমি পাশকাটিয়ে যাচ্ছ? এ কেমন বুদ্ধিমত্তার পরিচয়?

গৃহাণুর কোনো ক্ষমতা নেই যে,সে পৃথিবীর গায়ে কোনো আঁচড় লাগায় যদি আল্লাহ তাকে হুকুম না দেন। সুতরাং মুসলমান মাত্রই এ কথা মনে রাখা উচিত আল্লাহর হুকুম ছাড়া গাছের একটি পাতাও নড়ার ক্ষমতা রাখে না,ভূ-পৃষ্ঠের অন্ধকারের মধ্যে একটা দানাও পতিত হয় না। (সুরা আনআ'ম, আয়াত নং ৫৯)

যিনি এমন প্রবল ক্ষমতার মালিক, ভয় একমাত্র তাকেই পাওয়া উচিত। তাই রহমত,মাগফিরাত আর নাজাতের এই মাসে আমাদের সবার পণ একটাই হওয়া উচিত। আল্লাহর ভয়ে এমন জীবন করিব গঠন, মরিয়াও হাসিব আমি কাঁদিবে ভুবন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়