শিরোনাম
◈ বিশৃঙ্খলার পথ এড়াতে শিশুদের মধ্যে খেলাধুলার আগ্রহ সৃষ্টি করতে হবে: প্রধানমন্ত্রী ◈ তাপপ্রবাহের কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ক্লাসও বন্ধ ঘোষণা ◈ সোনার দাম কমেছে ভরিতে ৮৪০ টাকা ◈ ঈদযাত্রায় ৪১৯ দুর্ঘটনায় নিহত ৪৩৮: যাত্রী কল্যাণ সমিতি ◈ অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধে বিটিআরসিতে তালিকা পাঠানো হচ্ছে: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ◈ পাবনায় হিটস্ট্রোকে একজনের মৃত্যু ◈ জলাবদ্ধতা নিরসনে ৭ কোটি ডলার ঋণ দেবে এডিবি ◈ ক্ষমতা দখল করে আওয়ামী শাসকগোষ্ঠী আরও হিংস্র হয়ে উঠেছে: মির্জা ফখরুল ◈ বেনজীর আহমেদের চ্যালেঞ্জ: কেউ দুর্নীতি প্রমাণ করতে পারলে তাকে সব সম্পত্তি দিয়ে দেবো (ভিডিও) ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪২ দশমিক ৩ ডিগ্রি, হিট স্ট্রোকে একজনের মৃত্যু

প্রকাশিত : ০১ মে, ২০২০, ০৭:০৪ সকাল
আপডেট : ০১ মে, ২০২০, ০৭:০৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১]করোনাভাইরাস : মে পর্যন্ত ৫০০০০ মানুষ আক্রান্ত হতে পারে, মৃত্যু ১০০০

ডেস্ক রিপোর্ট : [২] প্রায় সারাবিশ্বে ছড়িয়ে পড়েছে জীবনঘাতী করোনাভাইরাস। দেশে করোনাভাইরাসে সংক্রমিত (কোভিড-১৯) প্রথম রোগী শনাক্ত হয় গত ৮ মার্চ। ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

[৩]এরপর থেকে বিশ্বের বিভিন্ন দেশের মতো বাংলাদেশেও মৃত্যু ও আক্রান্তের সংখ্যা বাড়ছে।

[৪]বিশেষজ্ঞদের করা ভবিষ্যত প্রক্ষেপণের (প্রজেকশন) তথ্য বলছে, আগামী ৩১ মে পর্যন্ত দেশে প্রায় ৫০ হাজার মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হতে পারে। এসময় ১ হাজার মানুষের মৃত্যু হতে পারে।

[৫]আরেকটি প্রক্ষেপণের তথ্য বলছে, এই আক্রান্তের সংখ্যা হতে পারে প্রায় ১ লাখ।তিনি আরও বলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডাব্লিউএইচও) সর্বশেষ চিকিৎসা নির্দেশনা অনুযায়ী করোনা আক্রান্তদের মধ্যে ২০% রোগীর হাসপাতালে সেবা দরকার পড়ে। সর্বোচ্চ সক্ষমতা অনুযায়ী স্বাস্থ্যসেবার প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে।

[৬]বিশ্বে দ্বিতীয় সর্বোচ্চ জনবহুল দেশ ভারতে মঙ্গলবার পর্যন্ত ৩১ হাজার ৩৬০ জন আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ১০০৮ জন।

[৭]বিশ্বব্যাংক বলছে, জনসংখ্যা বেশি হলেও দক্ষিণ এশিয়ায় করোনা সংক্রমণ হার তুলনামূলক কম। করোনা পরীক্ষা কম হওয়ায় এই হার কম বলে মন্ত্যব করেছেন অনেকেই।

[৮]বিশেষজ্ঞরা বলছেন, পরীক্ষার সংখ্যা বাড়লে আক্রান্ত শনাক্ত হারও বাড়বে, যেমন এখন বাড়ছে বাংলাদেশে।

[৯]দক্ষিণ এশিয়ায় পরীক্ষার হারও বাড়লেও শনাক্ত হওয়ার হার ইউরোপ ও আমেরিকার মতো নয়। ইউরোপ ও আমেরিকায় করোনা যে ক্ষমতা দেখাচ্ছে পৃথিবীর অন্য এলাকায় তা দেখাচ্ছে না।
সূত্র- আমার সংবাদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়