শিরোনাম
◈ আইনজীবীদের গাউন পরতে হবে না: সুপ্রিমকোর্ট ◈ তীব্র গরমে স্কুল-কলেজ ও মাদরাসা আরও ৭ দিন বন্ধ ঘোষণা ◈ সিরিয়ায় আইএসের হামলায় ২৮ সেনা নিহত ◈ সরকার চোরাবালির ওপর দাঁড়িয়ে, পতন অনিবার্য: রিজভী  ◈ সরকারের বিরুদ্ধে অবিরাম নালিশের রাজনীতি করছে বিএনপি: ওবায়দুল কাদের ◈ বুশরা বিবিকে ‘টয়লেট ক্লিনার’ মেশানো খাবার খাওয়ানোর অভিযোগ ইমরানের ◈ গাজায় নিহতের সংখ্যা ৩৪ হাজার ছাড়াল ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের

প্রকাশিত : ০১ মে, ২০২০, ০৩:১৭ রাত
আপডেট : ০১ মে, ২০২০, ০৩:১৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মৌলভীবাজার প্রেসক্লাবে সাংবাদিকদের ‘ফেইস শিল্ড’ দিলেন পুলিশ সুপার

স্বপন দেব, মৌলভীবাজার : [২] মৌলভীবাজারের সাংবাদিকদের করোনা ভাইরাসের সংক্রমণ থেকে সুরক্ষার জন্য মৌলভীবাজার প্রেসক্লাব ও মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের সকল সদস্যদের 'ফেইস শিল্ড' উপহার দিলেন পুলিশ সুপার মো. ফারুক আহমদ পিপিএম (বার)।

[৩] বৃহস্পতিবার(৩০ এপ্রিল) দুপুরে মৌলভীবাজার প্রেসক্লাবের সাংবাদিকদের কাছে 'ফেইস শিল্ড' হস্তান্তর করেন। এসময় উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সভাপতি এম এ সালাম ও সাধারণ সম্পাদক পান্না দত্তসহ অন্যান্য সাংবাদিকবৃন্দ।

[৪] অপরদিকে, একই দিনে দুপুর ৩টায় মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের সাংবাদিকদের ‘ফেইস শিল্ড’ প্রদান করেন পুলিশ সুপার। এসময় উপস্থিত ছিলেন অন লাইন প্রেসক্লাবের সভাপতি মো: জাফর ইকবাল, স্বপন কুমার দেব, সুধাংশু শেখর হাওলাদার, শেখ মাহমুদুর রহমান, সাধারণ সম্পাদক মশাহিদ আহমদ, দুরুদ আহমদ, চিনু রঞ্জন তালুকদার, আব্দুল বাছিত খাঁন, বায়োজিদ হোসেন, মঈনুল হক, ময়দুল ইসলাম রবিন, রুবেল রানা চৌধুরী,সাইদুল ইসলাম প্রমুখ।

[৫] পুলিশ সুপার মো: ফারুক আহমদ বলেন, বর্তমান পরিস্থিতিতে পুলিশের পাশাপাশি সাংবাদিকরাও মাঠে ঝুঁকি নিয়ে কাজ করছেন। সেজন্য পুলিশের পাশাপাশি সাংবাদিকদেরও সুরক্ষার জন্য জেলা পুলিশের পক্ষ থেকে সামান্য প্রয়াস। এসময় আরও উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) জিয়াউর রহমান, মডেল থানার ওসি আলমগীর হোসেনসহ জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়