শিরোনাম
◈ মুজিবনগর সরকারের ৪০০ টাকা মাসিক বেতনের কর্মচারি ছিলেন জিয়াউর রহমান: পররাষ্ট্রমন্ত্রী ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি ◈ টাইমের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকায় বাংলাদেশের মেরিনা ◈ দেশের মানুষকে ডাল-ভাত খাওয়াতে  ব্যর্থ হয়েছিল বিএনপি : প্রধানমন্ত্রী ◈ দক্ষিণ লেবাননে ইসরায়েল ফসফসরাস বোমা হামলা ◈ ঝালকাঠিতে ট্রাকচাপায় নিহতদের ৬ জন একই পরিবারের ◈ রাজনৈতিক বিশ্লেষক মনোয়ারুল হক মারা গেছেন ◈ ভারতের পররাষ্ট্র সচিব শনিবার ঢাকা আসছেন ◈ এথেন্স সম্মেলন: দায়িত্বশীল ও টেকসই সমুদ্র ব্যবস্থাপনায় সম্মিলিত প্রয়াসের আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর ◈ কেএনএফ চাইলে আবারও আলোচনায় বসার সুযোগ দেওয়া হবে: র‌্যাবের ডিজি

প্রকাশিত : ০১ মে, ২০২০, ০৩:১০ রাত
আপডেট : ০১ মে, ২০২০, ০৩:১০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] যশোরের চাউলিয়ায় প্রতিপক্ষের হামলায় যুবক জখমের ঘটনায় ৭ জনকে আসামি করে মামলা

নিজস্ব প্রতিবেদক : [২] যশোর সদর উপজেলার চাউলিয়া বিশ্বাস পাড়ায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় শাহিন হোসেন (৩০) নামে এক যুবক জখম হওয়ার ঘটনায় কোতয়ালি থানায় মামলা হয়েছে। শাহিন ওই এলাকার আজগর বিশ্বাসে ছেলে।

[৩] আসামিরা হলো, চাউলিয়া গ্রামের নুরু বিশ্বাসের তিন ছেলে ইব্রাহিম বিশ্বাস (৫০), রাসেল বিশ্বাস (৩৫) ও জাবেদ বিশ্বাস (৩৬), আবুল বিশ্বাসের দুই ছেলে আবু সালেহ বিশ্বাস (৩৪) ও ইস্রাফিল বিশ্বাস (৫৫), মতলেব বিশ্বাসের দুই ছেলে আব্দুর রাজ্জাক বিশ্বাস (৬৫) ও আব্দুল্লাহ বিশ্বাস (৬৫)।

[৪] শাহিন বিশ্বাস থানায় দায়েরকরা এজাহারে উল্লেখ করেছেন, আসামিরা তাদের জমি দীর্ঘদিন ধরে জোর করে দখল করে রেখেছে। জমি মাপার কথা বললে তারা ক্ষিপ্ত হয় এবং নানা ভাবে হুমকি দেয়।

[৫] গত ২৫ এপ্রিল বিকেলে সার্ভেয়ার নিয়ে জমি মাপার জন্য প্রস্তুতি দিলে আসামিরা জোর করে তাদের জমির মধ্যে ঢুকে বে আইনি ভাবে মারপিট ও জখম করে। তাকে আহত অবস্থায় উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু তারপরও আসামিরা তার বাড়ির মধ্যে ঢুকে আসবাবপত্র ভাংচুর করে ক্ষতি সাধন করে। পরে এই ঘটনায় অভিযোগ দিলে কোতয়ালি থানা পুলিশ তা তদন্ত করে মামলা হিসাবে রেকর্ড করে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়