শিরোনাম
◈ সয়াবিনের দাম বাড়ানোর সুযোগ নেই: বাণিজ্য প্রতিমন্ত্রী ◈ উপজেলা নির্বাচন বর্জনের সিদ্ধান্ত বিএনপির ◈ কেউ যেন নিরাপত্তাহীনতায় না থাকি, আইনের শাসনে জীবনযাপন করি: ড. ইউনূস ◈ মা, স্ত্রী ও দুই ছেলে নিয়ে ঢাকা ফিরছিলেন রফিক, পথে প্রাণ গেল সবার ◈ স্থায়ী জামিন না পাওয়ায় ক্ষুব্ধ হয়েছি: ড. ইউনূসের আইনজীবী ◈ উপজেলার ভোটে এমপি-মন্ত্রীদের হস্তক্ষেপ না করতে প্রধানমন্ত্রীর নির্দেশ : ওবায়দুল কাদের  ◈ শ্রম আইন লঙ্ঘন: ড. ইউনূসসহ ৪ জনের জামিন ২৩ মে পর্যন্ত বৃদ্ধি ◈ ময়মনসিংহে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ২৬ ◈ ফরিদপুরে বাস-পিকআপের মুখোমুখি সংঘর্ষ, নিহত বেড়ে ১৩  ◈ ইরানের হামলার জবাব দেবে ইসরায়েল: সেনাপ্রধান

প্রকাশিত : ০১ মে, ২০২০, ০২:৩৭ রাত
আপডেট : ০১ মে, ২০২০, ০২:৩৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] দীর্ঘ ৩৮দিন পর বেনাপোল স্থলবন্দর চেকপোষ্ট দিয়ে আমদানি-রফতানি শুরু

কিশোর সরকার : [২] করোনার কারনে ভারত-বাংলাদেশের জিরোপয়েন্টে পণ্যবাহী ট্রাক রেখে গম, ভুট্টা ও পাটবীজসহ অতিজরুরি পণ্য আমদানি-রফতানি শুরু হয়েছে। বৃহস্পতিবার বিকালে বেনাপোল চেকপোষ্ট জিরো লাইনে ১০ টন ৪০০কেজি ৫শ ব্যাগ ভুট্টাবীজ ও ১২টন পানপাতা ও ৬টন পাট বীজ ভারতীয় ট্রাক থেকে আনলোড করা হয়েছে।

[৩] বেনাপোল বন্দরের পাট ও গম বীজ আমদানি কারক উৎস্য ইন্টার প্রাইজের পরিচালক উজ্জল কুমার বলেন, সিমীত আকারে চালু হলো পাট গম ভুট্টা বীজ ও পানপাতা আমদানি। আগে যেখানে ভারতীয় ট্রাক বাংলাদেশের এবং বাংলাদেশের ট্রাক ভারতীয় কাস্টম হাউজে গিয়ে পণ্য খালাস করতো। এখান শূন্য রেখায় ট্রাক রেখে নিজ নিজ দেশের লেবাররা শারীরিক দূরত্ব বজায় রেখে মালামাল খালাস করছে।

[৪] স্থলবন্দর বেনাপোল বেনাপোল অতিরিক্ত পরিচালক-প্রশাসন মামুন তরফদার বলেন, ভারত ও বাংলাদেশের বন্ধুত্বপূর্ন সম্পর্কের কারনে করোনার এ দুর্যোগের সময়েও ভারত থেকে শুরু হলো আমদানি। সুরক্ষা নির্দেশনা মেনেই সীমান্তে লোড আনলোড হচ্ছে।

[৫] বাংলাদেশ ভারত চেম্বার অব কমার্সের পরিচালক মতিয়ার রহমান বলেন, দু দেশের হাইকমিশনার ও বাণিজ্য সংশ্লিষ্টদের আন্তরিকতার ফলে সীমিত আকারে হলেও চালু হলো আমদানি। তবে ইন্ড্রাষ্টিয়াল কাঁচামালসহ অন্য পন্য দ্রুত সময়ে আমদানির প্রয়োজন। না হলে ভেঙে পড়বে দেশের শিল্প কলকারখানা। গত ২৩ মার্চ থেকে ভারতের সাথে বেনাপোল স্থলবন্দর দিয়ে আমদানি-রফতানি বন্ধ ছিল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়