শিরোনাম

প্রকাশিত : ০১ মে, ২০২০, ০১:৩৩ রাত
আপডেট : ০১ মে, ২০২০, ০১:৩৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] শোককে শক্তিতে পরিণত করে জনসেবার ধারা অব্যাহত থাকবে: পুলিশ সদর দপ্তর

সুজন কৈরী : [২] বৃহস্পতিবার এক ভিডিও বার্তায় পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া এন্ড পিআর) মো. সোহেল রানা বলেন, করোনা যুদ্ধে মৃত্যুবরণকারী পুলিশ সদস্যদের আত্মত্যাগ তাদেরকে যেমন মহিয়ান করেছে তেমনি গর্বিত করেছে বাংলাদেশ পুলিশকে। পুলিশের ২ লাখেরও বেশি সদস্য এই শোককে শক্তিতে পরিণত করে জনসেবার বর্তমান ধারাকে অব্যাহত রাখবেন। অবশ্যই অব্যাহত থাকবে সেই ধারা।

[৩] তিনি বলেন, মানুষের সুরক্ষা ও সেবা নিশ্চিত করতে গিয়ে পুলিশের আরো ২ সদস্য মৃত্যুবরণ করেছেন। মৃত সদস্যদের এই আত্মত্যাগ বিনম্র শ্রদ্ধায় স্মরণ করে তাদের পরিবারের পাশে আছে বাংলাদেশ পুলিশ।

[৪] সোহেল রানা পৃথক ভিডিও বার্তায় বলেন, জনগণের সরক্ষা নিশ্চিত করতে পুলিশের দুই লাখেরও বেশি বিভিন্ন প্লাটফর্মে থেকে নিরন্তর সেবা দিয়ে যাচ্ছেন। পুলিশ সদস্যদের সুরক্ষা নিশ্চিতে প্রথমত আমরা তাদের সচেতন করছি। প্রয়োজনীয় স্বাস্থ্যবিধি ও স্বাস্থ্য সংক্রান্ত বিভিন্ন নির্দেশনার বিষয়ে তারা যেন সচেতন থাকেন এবং নিজেদের সুরক্ষিত রাখতে পারেন। পাশাপাশি প্রতিনিয়ত পুলিশ সদস্যদের সুরক্ষায় তাদের কাছে পর্যাপ্ত সুরক্ষা সামগ্রী পাঠানো হয়েছে এবং হচ্ছে। সেইসঙ্গে যারা আক্রান্ত হয়েছেন বা হচ্ছেন, তারা যেন সর্বোচ্চ সুচিকিৎসা পান সেটি নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়