শিরোনাম
◈ অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধে বিটিআরসিতে তালিকা পাঠানো হচ্ছে: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ◈ পাবনায় হিটস্ট্রোকে একজনের মৃত্যু ◈ জলাবদ্ধতা নিরসনে ৭ কোটি ডলার ঋণ দেবে এডিবি ◈ ক্ষমতা দখল করে আওয়ামী শাসকগোষ্ঠী আরও হিংস্র হয়ে উঠেছে: মির্জা ফখরুল ◈ বেনজীর আহমেদের চ্যালেঞ্জ: কেউ দুর্নীতি প্রমাণ করতে পারলে তাকে সব সম্পত্তি দিয়ে দেবো (ভিডিও) ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪২ দশমিক ৩ ডিগ্রি, হিট স্ট্রোকে একজনের মৃত্যু ◈ আইনজীবীদের গাউন পরতে হবে না: সুপ্রিমকোর্ট ◈ তীব্র গরমে স্কুল-কলেজ ও মাদরাসা আরও ৭ দিন বন্ধ ঘোষণা ◈ সিরিয়ায় আইএসের হামলায় ২৮ সেনা নিহত ◈ সরকার চোরাবালির ওপর দাঁড়িয়ে, পতন অনিবার্য: রিজভী 

প্রকাশিত : ০১ মে, ২০২০, ০১:৩৯ রাত
আপডেট : ০১ মে, ২০২০, ০১:৩৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] নাটোর জেলাকে অবরুদ্ধ ঘোষণা

নাটোর প্রতিনিধি : [২] বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দুপুরে জেলা প্রশাসক মো.শাহরিয়াজ এ ব্যাপারে গণবিজ্ঞপ্তি জারি করেন। এর আগে বেলা ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক জরুরি সভা অনুষ্ঠিত হয়।

[৩] জেলায় পর পর দুইদিনে মোট নয়জন এবং আশেপাশের জেলায় করোনাভাইরাস রোগী শনাক্ত হওয়ায় অবরুদ্ধের এ সিন্ধান্ত নেওয়া হয় বলে বিজ্ঞপ্তিতে বলা হয়।

[৪] সেখানে আরও বলা হয়- “পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত অন্য কোন এলাকা থেকে নাটোর জেলায় কেউ প্রবেশ করতে বা অন্য কোন স্থানে যেতে পারবে না। জেলায় যাতায়াত করার ক্ষেত্রেও এ নিষেধাজ্ঞা বলবৎ থাকবে। সকল ধরণের গণপরিবহন ও জনসমাগম আগের মত বন্ধ থাকবে। আইনশৃংঙ্খলা রক্ষাকারী বাহিনীকে লকডাউন বাস্তবায়ন করতে বলা হয়েছে। তবে নির্বাহী ম্যাজিস্ট্রেট লকডাউন পরিস্থিতি পর্যবেক্ষণ করবেন এবং প্রয়োজনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করবেন। তবে বিদ্যুৎ,খাদ্য পরিবহসহ জরুরি পরিসেবা অবরুদ্ধ আওতার বাইরে থাকবে।”

[৫] জেলা প্রশাসক বলেন, করোনাভাইরাস প্রতিরোধে সামাজিক দুরত্ব কার্যকর করতেই জেলা লকডাউন করা হয়েছে। তবে জরুরি সেবা চালু থাকবে এবং মহাসড়কে নির্ধারিত যানবাহন শর্তসাপেক্ষে চলাচল করতে পারবে।

[৬] জেলার সিভিল সার্জন কাজী মিজানুর রহমান বলেন, নাটোর সদর হাসপাতালের একজন চিকিৎসক করোনাভাইরাস আক্রান্ত হয়েছেন বলে বুধবার রাতে স্বাস্থ্য বিভাগ নিশ্চিত হয়।

[৭] এ কারণে বৃহস্পতিবার সকাল থেকে হাসপাতালে ওই চিকিৎসকের জন্য নির্ধারিত কক্ষটি পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত লকডাউন করা হয়েছে। একই সঙ্গে ওই চিকিৎসকসহ আরও দুই চিকিৎসক ও এক সহকারিকে হোম কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে। তবে হাসপাতালের অন্যান্য বিভাগের কার্যক্রম চালু থাকবে বলে জানান তিনি।সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়