সিরাজুল ইসলাম : [২] দেশটির কিবেরা অঞ্চলে ম্যামা ব্রেইয়ো বিউটি স্যালুন এ স্টাইল আবিস্কার করেছে।এর মধ্য দিয়ে ‘ঘরে থাকুন’ আহ্বান জানানো হয়েছে। যদিও এতে তাদের আয় কমবে।
[৩] এ স্যালুনে অন্তত ১২টি শাখা রয়েছে গ্রাহকদের পছন্দ মতো চুল কাটার জন্য। কালো লম্বা চুল পাকিয়ে করোনার আকার দিচ্ছে তারা। স্টাইলিস্ট দিয়ানা আনদায়ি বলেন, স্টাইলটা খুবই সহজ। খরচও কম। যেকেউ ইচ্ছা করলে এটা বানিয়ে দিতে পারে। খরচ হবে এক মার্কিন ডলারের কম।
[৪] স্যালুন মালিক লিউনিতা আবওয়ালা বলেন, জীবন খুবই কঠিন। খাবার যোগাড় করতে প্রতিদিনই সংগ্রাম করতে হয়। সব ব্যবসা বন্ধ। খুব ভালো দিন হলে ২৪ মার্কিন ডলার আয় হয়। নতুন এ স্টাইল ব্যবসা কিছুটা চাঙ্গা করবে।
[৫] আনদায়ি বলেন, করোনার কারণে লকডাউন চলছে। সব ব্যবসা বন্ধ। তবে স্যালুন বিধিনিষেধের বাইরে রয়েছে।
[৬] বৃহস্পতিবার পর্যন্ত দেশটিতে ৩৮৪ করোনা রোগী শনাক্ত এবং ১৫ জনের মৃত্যু হয়েছে। অর্থনীতিতে ধস নেমেছে। সব চেয়ে বেশি ক্ষতির শিকার হয়েছে দরিদ্ররা। সূত্র: রয়টার্স