শিরোনাম
◈ চট্টগ্রামে জুতার কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ১২ ইউনিট ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী

প্রকাশিত : ৩০ এপ্রিল, ২০২০, ১১:৪১ দুপুর
আপডেট : ৩০ এপ্রিল, ২০২০, ১১:৪১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কেরাণীগঞ্জে আওয়ামী লীগ নেতার শ্বশুর, জামায়াত সদস্যের বাড়িতে ভয়াবহ বিস্ফোরণ

ডেস্ক নিউজ : [২] ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার রাত পৌনে ৪টার দিকে। আবুল হোসেন জামায়াত শিবিরের রাজনীতিতে জড়িত ছিলেন। তিনি শুভাঢ্যা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের আওয়ামী লীগের সভাপতি মো. সোহেলের শ্বশুর। সূত্র: সময় টিভি

[৩] এলাকাবাসীদের সঙ্গে কথা বলে জানা যায়, বৃহস্পতিবার সাহরি খেয়ে সবাই ফজরের নামাজের প্রস্তুতি নিচ্ছিল। হঠাৎ আবুল হোসেনের বাড়ির চারতলায় বিকট বিস্ফোরণ ঘটে। এতে তার বাড়ির চার তলার দুটি ইউনিটের সবকিছু ভেঙে ছড়িয়ে-ছিটিয়ে আশপাশের বেশ কিছু বাড়িতে গিয়ে পড়ে। এতে প্রায় ৮-১০টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়।

[৪] চার তলায় দুটি ইউনিটে দুটি পরিবার বসবাস করত। দুর্ঘটনায় অন্তত ১০ জন আহত হওয়ার খবর পাওয়া যায়। আহতরা স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল ও রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসা নিয়েছে বলে জানা যায়।

[৫] তবে দুর্ঘটনার কারণ সম্পর্কে এখনও জানা যায়নি। গ্যাস সিলিন্ডার অথবা বোমার বিস্ফোরণ ঘটেছে বলে প্রাথমিকভাবে স্থানীরা ধারণা করছেন। ঘটনাস্থলে একটি গ্যাস সিলিন্ডার অক্ষত অবস্থায় পড়ে থাকতে দেখা গেছে।

[৬] কেরানীগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার রামানন্দ সরকার বলেন, দুর্ঘটনার খবর পেয়ে দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ফায়ার সার্ভিসকে উদ্ধার কাজে সহায়তা করেছে। এরপর বাড়িটি তালাবদ্ধ করে দেওয়া হয়েছে। কেউ যেন ঘটনাস্থল থেকে মালামাল সরাতে না পারে। পুলিশের বিস্ফোরণ বিষয়ে বিশেষজ্ঞ টিমকে খবর দেওয়া হয়েছে। তারা এসে তদন্তসাপেক্ষে বলতে পারবেন ঘটনাটি কী ঘটেছে। এ ঘটনায় সাতজন আহত হয়েছেন।

[৭] কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত দেবনাথ জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দেখলাম চারতলা বাড়ির একটি ইউনিটে কোনো কারণে বিস্ফোরণ ঘটেছে। এটা গ্যাস সিলিন্ডার থেকে না অন্য কিছু থেকে ঘটেছে তা বলা যাচ্ছে না। পুরো বিল্ডিংয়ের পিলার, দেয়াল ধসে পড়েছে। আমরা উপজেলা ইঞ্জিনিয়ারের নেতৃত্বে পাঁচ সদস্যের একটা তদন্ত দল গঠন করেছি । আপাতত ওই ভবন খালি করে দিয়েছি ভবনের সামনে একটি টিনশেড বস্তি আছে, সেটাও খালি করে দিতে বলেছি।

[৮] তবে এ ঘটনায় তাৎক্ষণিক বাড়ির মালিক আবুল হোসেন এবং তার জামাত আওয়ামী লীগ নেতা মো. সোহেলের মন্তব্য নেয়া সম্ভব হয়নি। সম্পাদনা: জেরিন আহমেদ.

  • সর্বশেষ
  • জনপ্রিয়